পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা দ্বিতীয় খণ্ড.djvu/৬২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

--- ---

* শুীমাচরণ শৰ্ম্ম সরকার

হামাচরণ দানবীর ছিলেন। দীন দরিদ্র অনাথ আতুরকে অন্নবর দান, অসহায় বিদ্যার্থীকে বিদ্যাদান, নিরুপার বিধবাকে মাসিক সাহায্য দান প্রভৃতি সংকৰ্ম্মে অকাতরে অর্থব্যয় করিয়া তিনি জীবনে বহু পুণ্য অর্জন করিয়া গিয়াছেন। ধৰ্ম্মমত এই প্রসঙ্গে তাহার চরিতকার স্বাহ লিখিয়াছেন, তাহা হইতে কিঞ্চিং উদ্ধৃত করিতেছি – "ামাচরণ বাবুরবালা-জীবন হইতেষ্ঠ ঈশ্বরের প্রতি শ্রদ্ধা-ভক্তি এবং পরকালের প্রতি অটল বিশ্বাস ছিল। ঈশ্বরকে প্রীতি কর এবং র্তাহার প্রিয়-কাৰ্য্য সাধন করাষ্ট যে তাহার প্রকৃত উপাসনা, এ বিশ্বাস আমৃত্যু তাহার হৃদয়ে দীপ্তি পাইয়াছে। পারসী ও আরবী ভাষায় ঈশ্বর-বিষয়ক বহুবিধ গ্রন্থ-পাঠে এবং সংস্কৃত ভাষায় শ্রুতি উপনিষদাদি অধ্যয়নে তাহার ধৰ্ম্মভাব আরো উদ্দীপ্ত হইয়াউঠে। যখন তিনি পচিশ টাকাবেতনে ১৮৩৭খৃষ্টাব্দে কলিকাত মাদ্রাস কলেজে পণ্ডিতের কার্য্য য়িতন, তখন হইতেই তাহার আদি ব্রাহ্মসমাজের সহিষ্ঠ যোগ হইয়াছিল |, . " পরম পূজ্যপাদ মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর-মহাশয়ের সহিষ্ণুতাছার যোগ হওয়াতে, ব্রাহ্ম-ধৰ্ম্মের প্রতি র্তাহার বিশেষ আস্থা ও বিশ্বাস জন্সিয়াছিল। তজ্জন্ত তিনি নিয়মিতরূপে আদি ব্রাহ্ম-সমাজে উপস্থিত হইদ্ধ, অরূপী অশরীরী পরব্রহ্মের উপাসনা করিয়া কৃতার্থ হইতেন এবং ১৭৬৭ শকের ১৩ কাক্টিক [ ২৮ অক্টোবর ১৮৪৫ ] দিবসে ব্রাহ্ম-ধৰ্ম্ম অবলম্বন করেন। তাহার সেই অবলম্বিত ধৰ্ম্ম-মত প্রচারের জন্ত—