পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা দ্বিতীয় খণ্ড.djvu/৬৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রামন্ত্র মিত্র 8 و بيجاسم 8و يج মচন্দ্র মিত্রের জীবনী গম্বন্ধে বিশেষ কিছুই জানিবার উপায় নাই। 矶... তিনি যে বহু খ্যাতনামা ব্যক্তির বাংলাভাষার শিক্ষাগুরু ছিলেন, ইহা আমাদের অবিদিত নহে। ১৮১৪ খ্ৰীষ্টাকে তাহার জন্ম হয়। তিনি কলিকাতার হিন্মু-কলেজে উচ্চ শিক্ষা লাভ করিয়াছিলেন। কৃতী ছাত্র হিসাবে তাহার খ্যাতি ছিল। ১৮২৯ খ্ৰীষ্টাব্দের ফেব্রুয়ারি মাসে গবৰ্ম্মেণ্ট হাউসে হিন্দু-কলেজের প্রথম শ্রেণীর ছাত্রদের পুরস্কার-বিতরণী সভায় তাহাকে ইংরেজী কাব্য হইতে আবৃত্তি করিতে দেখি ॥৪ কৰ্ম্ম জীবন হিন্দু কলেজে অধ্যাপনা রামচন্দ্র যে-কলেজে শিক্ষালাভ করেন, সেই কলেঞ্জেরই শিক্ষক-রূপে তিনি প্রথমে চাকুরী গ্রহণ করিয়াছিলেন । এই শিক্ষকত। কপ্লিয়াই তিনি জীবন কাটাইয় দিয়াছিলেন । শিক্ষ-বিষয়ক সরকারী রিপোর্ট হইতে রামচন্দ্র মিত্র হিন্দু কলেজে কখন কোন পদে কাৰ্য্য করেন, তাহার উল্লেখ পাওয়া যায়।

  • 'लश्रुतििशग्ज् (लबालब्र रुषा', ॰व १७ (२झतः), शृ. ७६ ।।