পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা দ্বিতীয় খণ্ড.djvu/৬৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কৰ্ম্ম-জীবন ...১ স্বাস্থ্য ভঙ্গ হওয়ায় রামচন্দ্র ১৮৬০ খ্ৰীষ্টান্ধের মার্চ মাসে ছয় মাসের । ছুটি লইয়াছিলেন ; তাহার স্থল কবি রঙ্গলাল বন্দোপাধ্যায় অস্থায়িভাবে প্রেসিডেন্সী কলেজে বাংলা-সাহিত্যের অধ্যাপক নিযুক্ত হ’ (‘ক্যালকাট গেজেট, ৬ মার্চ ১৮৬০ দ্রষ্টব্য ) । ইহার পর রামচন্দ্র আর বেশী দিন অধ্যাপন করেন নাই । ৩৩ বৎসর অধ্যাপনার পর, তিনি ১৮৬২ খ্ৰীষ্টাব্দের শেষাশেষি গ্রেসিডেন্সী কলেজ হইতে অবসর গ্রহণ করেন । ১০ নবেম্বর ১৮৬২ তারিখের সীমপ্রকাশ্বে” প্রকাশ :-- -বিবিধ সংবাদ - ২ এ কীৰ্ত্তিক বুধবার .প্রেসিডেন্সি কালেজের বাঙ্গালী সাহিত্যের অধ্যাপক বাবু রামচন্দ্র মিত্র পেন্সন লইয়া কৰ্ম্ম ত্যাগ করিয়াছেন । ৩৩ বৎসর তাহার কৰ্ম্ম করা হঠয়াছে।... ( ২৫ কাৰ্ত্তিক ১২৬৯ ) বঁটন-সোসাইটির সম্পাদক বটন নারী-বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, ড্রিঙ্কওয়াটার বাটনের স্কৃতির প্রতি সন্মান প্রদর্শনের জন্ত, ১১ ডিসেম্বর ১৮৫১ তারিখে এফ. জে ময়েট ( F. J. Mount ) সাহেব কয়েকজন ইউরোপীর ও এদেশীয় কৃতবিদ্য ব্যক্তির সহায়তায় কলিকাতায় বীটন-সোসাইটি নামে একটি সাহিত্যHg siya știga i Hgt? BTW:s for :—“the consideration and discussion of questions connected with Literature and Science.” বাটন-সোসাইটির সদস্তদের মধ্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কৃষ্ণমোহন বন্যোপাধ্যায়, রামগোপাল ঘোষ, রাধানাথ শিকদার, রামচন্দ্র মিত্র, দেবেন্দ্রনাথ ঠাকুর, প্যারীচঁাদ মিত্র, রসিকলাল সেন, দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় প্রভৃতির নাম বিশেষ উল্লেখযোগ্য । প্রার প্রতিষ্ঠাকাল