পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা দ্বিতীয় খণ্ড.djvu/৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

భీ8 ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিছু দিন পরেই বীটন পরলোকগত ১২ আগস্ট ১৮৫১)। পরবর্তী অক্টোবর মাস হইতে লর্ড ড্যামহাউন্সি বিদ্যালয়-পরিচালনার সমস্ত খরচ বহন করিতে লাগিলেন। লাট সাহেবের বিদায়ুগ্রহণের ( মার্চ, ১৮৫৬) পর হইতে ইহা সরকারী-ব্যয়ে-পরিচালিত সরকারী বিদ্যালয়ে পরিণত হইল, এবং বঙ্গের ছোট লাট ইহাকে সিসিল বৗডনের তত্ত্বাবধানে স্থাপিত করিলেন । ১২ আগস্ট ১৮৫৬ তারিখের পত্রে বীডন বাংলা-সরকার সমীপে এক ব্যবস্ত পেশ করিলেন । এই বিদ্যালয়ের উদ্দেশ্য ও পদ্ধতি যাহাতে উচ্চ শ্রেণীর হিন্দুদের নজরে বিশেষ করিয়া পড়ে, এবং তাহারা যাহাতে এই বালিকা-বিদ্যালয়ে কন্যাদের পড়াইতে প্ররোচিত হন, এইরূপ ব্যবস্থার প্রস্তাব সেই পত্রে ছিল। একটি কমিটি করিবার কথাও পত্রে ছিল। কমিটির সদস্তরূপে রাজা কালীকৃষ্ণ দেব বাহাদুর, রায় হরচন্দ্র ঘোষ বাহাদুর, রমাপ্রসাদ রায় এবং কাশীপ্রসাদ ঘোষ প্রভৃতি গম উল্লিখিত হয়। বিদ্যাসাগরকে সম্পাদক করিয়া তাহার উপর স্কুলের তত্ত্বাবধানের ভার দিবার জন্ত বীড়ন ব্যগ্র হইলেন। তিনি ছোট লাটকে লিখিলেন – “কমিটি সম্পাদক-নিযোগে পণ্ডিত ঈশ্বরচন্দ্ৰ শৰ্ম্মাকেই উপযুক্ত ব্যক্তি বলিয়া মনে করিতে পারেন। তাহার সামাজিক সম্মান ও স্থলের সম্পাদক হিসাবে পূৰ্ব্বপরিশ্রম তাহার যোগ্যতা সপ্রমাণ করে।” বাংলা-সরকার সম্মত হইলেন। বীডম সাহেব কমিটির সভাপতি ও বিদ্যাসাগর সম্পাদক নির্বাচিত হইলেন। ড্রিঙ্কওয়াটার বাটনের মত বিদ্যাসাগরও স্ত্রীশিক্ষা - ত্যন্ত পক্ষপাতী ছিলেন ; তিনিও মনে করিতেন, স্ত্রীশিক্ষা ভিন্ন শের উন্নতি নাই । কিন্তু তাহার উৎসাহ ও কম্মিষ্ঠতা শুধু বঁটন স্কুলের কাজের মধ্যেই আবদ্ধ ছিল না। භු ১৮৫৪ খ্ৰীষ্টাব্দের বিখ্যাত পত্রে ও অন্যত্র বিলাতের কর্তৃপক্ষের