পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা দ্বিতীয় খণ্ড.djvu/৬৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

డి: নীলমণি লোক ब ७१वजेो नारौ शिगम मा। ५ कश निउोख् अश्नरू। भूर्ल কালে এতদেশে অনেক বিজ্ঞাবতী ও গুলশালিকী কামিনী ছিলেন; বিবিধ প্রাচীন এম্বে ইহা প্রকাশ আছে এবং একালেও গুণবতী নারীর অভাব নাই। কিন্তু এতদ্দেশে জীবনচরিত লিখিবার প্রথা না থাকাতে তাদৃশ স্ত্রীদিগের গুণ ও যশ: বিশেষরূপে সৰ্ব্বত্র বিদিত হইতে পারে নাই। এই মৃনত পরিহার বাসনায়, এবং বালিকার সাগুণ বিশিষ্ট স্ত্রীদিগের উত্তম উত্তম চরিত্র দর্শন করিলে পবিত্র পথ অবলম্বন করিবেক এই অভিপ্রায়ে, অশেষ প্রকার অনুসন্ধান ও নানা গ্রন্থ হইতে সঙ্কলন পূর্বক প্রাচীন ও আধুনিক নয় নারীর চরিত্র লিখিত হইল।” 'নবনারীতে এই নয়টি নারীচরিত্রের কথা আছে :-সীতা, সাবিত্রী, শকুন্তলা, মাষ্ঠী, দ্ৰৌপদী, লীলাবতী, গম, অহল্য বাই, বাণী ভবানী। “নবনারী প্রখম মুদ্রাঙ্কন কালে, পণ্ডিতবর স্ট্র ঈশ্বরচন্দ্র বিদ্যাগাগর মহাশয় নানাবিধ কর্থে আবৃত থাকিয়াও অনুগ্র-পূর্বক অনেক শ্রমে ও যত্নে এই পুস্তক সংশোধন করিয়া দিয়াছিলেন।” ‘মবনারী বিশেষভাবে আদৃত হইয়াছিল। তিন বৎসর বাইতে মা-বাইতেই ১৮৫৫ খ্ৰীষ্টাব্দের এপ্রিল মাসে ইহার সংশোধিত সংস্করণ প্রকাশ করিবার প্রয়োজন হয়। "যেহেতু ভালোক মাত্রেই ডাহা গ্রহণ রিয়াছেন, এবং হিলুকালেজ প্রভৃতি কলিকাতা ও অন্যান্য দেশ মনেক বিদ্যা লয়ের পাঠ্য পুস্তক হইয়াছে। ইহা ভিন্ন এই নবনারী অনেক নারী পাঠ করেন,**** রচনার নিদর্শন-স্বরূপ 'নবনারী হইতে কিঞ্চিৎ উদ্ভূত হইল - “ৰাজা স্বামকাণ্ডেৰ লোকাস্কৰ গমনেৰ পৰ ৱাণী ভবানী সমুদয় ঐশ্বর্ঘ্য ঙ্গাপন হন্তে পাইবা জানাদি ও পুণ্য কৰ্ম্ম বিষয়ে পূৰ্ব্বাপেক্ষায়