পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা দ্বিতীয় খণ্ড.djvu/৬৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3ty. নীলমণি বসাক তারিখের হুকুম পাওয়া যায়, তাহাতে লেখে ষে সকল কাগজপত্র চিরকাল থাকিবে তাহ উপযুক্ত মতে প্রস্তুতকরা কাগজ ভিন্ন অন্ত কোন প্রকার কাগজে কখনই লেখা বাইবে না।" (পৃ ৮৯) * * । পারস্ত উপজ্ঞাস । ইং ১৮৫৬ ৷ ; : * > এই গ্রন্থের ভূমিকায় লেখক লিখিয়াছেন – এই সকল উপন্যাস পারস্ত ইতিহাস সংজ্ঞায় পূৰ্ব্বে প্যচ্ছদে হইয়াছিল। এবং যদিও তাঁহাতে পাঠকগণের অনাদর দেখা যায় নাই, কিন্তু এই প্রকার উপন্যাস গদ্যেই ভাল হয়। বিশেষত: এই ক্ষণে পদ্যের পদ্ধতি উঠিয়া যাইতেছে এবং গল্পের অধিক গৌরব দৃষ্ট হইতেছে। অতএব তাহা গদ্যে প্রকাশ করিলাম। - ১লা আষাঢ় --সন ১২৬৩ ৷” 鬱 রচনার নিদর্শন-স্বরূপ “পারস্য উপন্যাস” হইতে কিঞ্চিৎ উদ্ধৃত করিতেছি :- 箏 “পূৰ্ব্বকালে কাশ্মীর নগরে তওঙ্গরম্নবী নামে এক রাজা ছিলেন।; র্তাহার এক পুত্র ও এক কন্যা ছিল । পুত্রের নাম ফখরুল্লাজ ; তিনি • সৰ্ব্ব শাস্ত্রে স্থপণ্ডিত এবং সমরবিশারদ ছিলেন। রাজকন্যার নাম ফরোখনাজ ; তিনি এমত রূপবতী ছিলেন যে, তাহার রূপ-লাবণ্যদর্শনমাত্র পুরুষের মন একবারে বিমোহিত হইত, তাহাঙ্ক কেহ যাবজ্জীবন ক্ষিপ্তপ্রায় হইত, কেহ বা স্মররোগে ক্রমশঃ লর্ণকলেবর হইয়া যমপুরী দর্শন করিত। এই রাজকন্ত মধ্যে মধ্যে মৃগয়ার্থ বনে গমন করিতেন ; তৎকালে পীতচিহ্নে স্থশোভিত শ্বেত অশ্বে আরূঢ়া হইয়া মুখাবরণ মুক্ত করিয়া রাখিতেন, এবং কৃষ্ণবর্ণ অশ্বান্ধঢ়া এক শত সৃহচরি তাহাকে পরিবৃত করিয়া বাইত। এই সকল সঙ্গিনী নবীনবয়স্ক