পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা দ্বিতীয় খণ্ড.djvu/৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

స్క్రిత్ర ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আবেদন পাইয়াছেন কি না, তাহা হইলে তাহদের প্রার্থনাও তিনি পূর্ণ করিবেন। স্ত্রীশিক্ষা সম্বন্ধে বাংলা সরকারের ভাব বি গুরের কাছে ভাল বলিয়াই মনে হইল। তিনি পূর্বেই বালকদের জন্য মডেল বাংলা বিদ্যালয়গুলি কার্যকর ও সুশৃঙ্খল করিয়া তুলিয়াছিলেন। এইবার বালিক-বিদ্যালয় প্রতিষ্ঠার দিকে বিশেষভাবে দৃষ্টি ফিরাইলেন। মডেল বাংলা বিদ্যালয় সম্পর্কে তিনি যে প্রণালী অবলম্বন করিয়াছিলেন, বর্তমান ক্ষেত্রেও তাহাই করিলেন। তিনি ধরিয়া লইলেন, সরকার তাহার মতলব সাধারণভাবে সমর্থন করিয়াছেন । এই ধারণার বশে তিনি নিজ এলাকাভূক্ত জেলাসমূহে অনেকগুলি বালিক-বিদ্যালয় প্রতিষ্ঠা করিলেন। এই সব বিদ্যালয় স্থাপনার সংবাদ তিনি যথাসময়ে ডিরেক্টর অব পাবলিক ইন্‌ষ্ট্রাকৃশনের কাছে পাঠাইয়া মাসিক সাহায্য প্রার্থনা করিলেন। ডিরেক্টর পূৰ্ব্বেকার আদেশ অনুযায়ী অন্যান্য আবেদন-পত্রের সঙ্গে বিদ্যাসাগরের পত্রগুলিও ছোট লাটের বিবেচনার্থ পাঠাইলেন। নবেম্বর ১৮৫৭ হইতে মে ১৮৫৮—এই কয় মাসের মধ্যে বিদ্যাসাগর ৩৫টি বালিকা-বিদ্যালয় স্থাপন করেন। বিদ্যালয়গুলির জন্য মাসে ৮৪৫ টাকা খরচ হইত ; ছাত্রী-সংখ্যা ছিল প্রায় ১,৩০০ । এই সকল বালিকা বিদ্যালয়ের তালিকা নিম্নে দেওয়া হইল :– হুগলী গ্রাম পোটবা প্রতিষ্ঠাকাল ২৪ নবেম্বর ১৮৫৭ মাসিক খরচ ২৯ দাসপুর ২৬ કે རེ༠༨ বঁইচি ১ ডিসেম্বর حج ثا দিগগুই ૧ ? ७२९