পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা দ্বিতীয় খণ্ড.djvu/৭১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রচনাবলী $; ‘ছরপাৰ্ব্বতীমঙ্গলের কবির “আত্মপরিচয়” অংশটি নিয়ে উদ্ধৃত করা হইল : মুখটা বিখ্যাত ফুলে, মেলবদ্ধ ধায় কুলে, শঙ্করের তময় গোপাল । खद्रभ्राक् भूनि च्च, কামাই ঠাকুর বংশ, জাদান প্রদানে সম ভাল ৷ - তিনি কুল ভঙ্গ নিজ, মাহিনগরেতে দ্বিজ কামদেব সাৰ্ব্বভৌমাখ্যান । रिदाइ उबङ्गा उॉग्नि, তাহাতে সন্তান চারি, . স্বামধন তৃতীয় সম্ভান ॥ ठशक्रब ब्रांभाछ, ইষ্ট চরণারবিক্ষ, একান্ত হৃদয়মাৰে ভাবি। বিনোদরাম সুতাসুত, রচিল বিনয়যুত, সংপ্ৰতি নিবাস হরিনাড়ি । ১১ । কালীপুরাণ। ১৮৩৪ খ্ৰীষ্টাব্দে এই গ্রন্থ রচিত এবং অব্যবহিত পরে প্রকাশিত হয়। ১২৫৫ সালে মুদ্রিত পুস্তকের এক খণ্ড (পৃ. ৪+২৭৫ ) বঙ্গীয়সাহিত্য-পরিষদে আছে। ইহার আখ্যাপত্রে আছে—“মূল কালীপুরাণ । অর্থাৎ কামাখ্যা বর্ণন এবং ভগবতী পূজা ইত্যাদি বহুবিধ প্রকরণ আছে। বক্তা মহামুনি ঔৰ্ব্ব গোস্বামী। শ্রোতা স্বৰ্য্যবংশোংশ সগর রাজা ॥ তদ্ভাষা প্রযুত রামচন্দ্র তর্কালঙ্কার কর্তৃক বিরচিত হইয়া...।” গ্রন্থশেষে ইহার রচনাকাল—১৭৫৬ শক (ইং ১৮৩৪-৩৫) এই ভাবে ব্যক্ত করা হইয়াছে :– রসবাণ সমুদ্র পশ্চাত সুধাকর । সমাপ্ত হইল এস্থ শক নৃপবর ॥