পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা দ্বিতীয় খণ্ড.djvu/৭৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পণ্ডিত এমুক্ত লালমোহন বিষ্ঠানিধি প্রীত এই গ্রন্থখানি, ইউরোপে প্রচারিত হইলে, একটা কোলাহল র্বাধিয়া উঠিত, বঙ্গদেশের প্রাচীন ইতিবৃত্ত সম্বন্ধে অতিউৎকৃষ্ট পুস্তক বলিয়া বড় প্রশংসা পড়িয়া যাইত ; এবং অন্তত: কিছুকাল সকলের মুখে ইহার প্রশংসা শুনা যাইত । কিন্তু বিদ্যানিধি মহাশয়ের দুরদৃষ্ট ক্রমে তিনি বাঙ্গালি, বাঙ্গাল দেশে বসিয়া, বাঙ্গাল ভাষায়, এই পৃন্তক লিথিয় বাঙ্গালি সমালোচকের হস্তে প্রেরণ করিয়াছেন। প্রশংসা দুরে থাকৃ--কিছু সুসভ্য গালি গালাজ খান নাই, ইহা তাহার সৌভাগ্য । বিদ্যানিধি মহাশয় যে পরিমাণে বিষয় সংগ্ৰহ করিয়াছেন, তাহ। বাঙ্গালা পুস্তকে দুৰ্লভ , বাঙ্গালি লেখক কেহই এত পরিশ্রম করিয়৷ প্রমাণ সংগ্রহ করে না ...অগ্রহায়ণ ১২৮২, পৃ. ৩৫২-৫৩ । বিদ্যানিধি মহাশয় ‘সম্বন্ধনির্ণয়ের কয়েকটি ক্রোড়পত্র ও পরিশিষ্ট্র প্রকাশ করিয়াছিলেন ; সেগুলি — ( ক ) সম্বন্ধনির্ণয়ের ১ম-২য় পরিশিষ্ট । শ্রাবণ ১৩০৭ । পৃ. ৪২৪ + ৯৬ ৷ * (খ ) সম্বন্ধনির্ণয়ের ক্রোড়পত্র । ১৩১২ সাল । পৃ. ১৪২ ৷ • (গ) সম্বন্ধনির্ণয়ের তৃতীয় পরিশিষ্ট । বৈশাখ ১৩২১ । পৃ. ২৮২ । રુ ভারতীয় আর্য্যজাতির আদিম অবস্থা। ইং ১৮৯১, জুন। পৃ ২৯১ । লেখকের ভূমিকায় প্রকাশ, ইহার “কিয়দংশ আর্য্যদর্শন ও কিয়দংশ বঙ্গদর্শনে প্রকাশিত হইয়াছিল। কতকগুলি নূতন প্রস্তাব লিখনপূর্বক প্রবন্ধের উপক্রমণিক ভাগের সাঙ্গত সম্পাদন করিলাম।” ৪ । মেঘদূতম্ (দেবনাগরী অক্ষরে মুদ্রিত সটীক সংস্করণ)। ইং >v>8 । श्रृं. २०२ ।।