পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা দ্বিতীয় খণ্ড.djvu/৭৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$: 弼 স্বর্ণকুমারী দেবী ১২৯১ হইতে ১৩০১ সাল পৰ্য্যস্ত সাফল্যের সহিত পত্রিকা সম্পাদন করিয়া স্বর্ণকুমারী দুই কন্যা—হিরন্ময়ী দেবী ও সরল দেবীর উপর 'ভারতী পরিচালনের ভার অর্পণ করেন। ১৩০২ সালের বৈশাখসংখ্য ভারতী’তে এই বিজ্ঞপ্তি মুদ্রিত হইয়াছে – অবসর গ্রহণ –এতদিন আfম আমার সাধ্যমতে ভারতীর সম্পাদন-কাৰ্য্য নিৰ্ব্বাহ করিয়া আসিয়াঞ্ছি , এক্ষণে শল্পীর অনুস্থ হওয়াতে আমার কন্যান্বয়ের প্রতি ভারতীর ভার সমর্পণ করিয়া বর্তমান বৎসর হইতে আমি অবসর গ্রহণ করিলাম। স্ত্রীস্বর্ণকুমারী দেবী । ১৩১৫ হইতে ১৩২১ সাল পৰ্য্যস্ত স্বর্ণকুমারী পুনরায় ‘ভারতী’ সম্পাদন করিয়াছিলেন। ১৯১৩ খ্ৰীষ্টাব্দের ২রা মে স্বামীর পরলোক গমনে তিনি শোকে মুহমান হইয় পড়িয়াছিলেন। এই ঘটনার অল্প দিন পরেই তিনি স্নেহভাজন আত্মীয় মণিলাল গঙ্গোপাধ্যায়ের হস্তে 'ভারতী’ সপিয়া দিয়-বিদায় গ্রহণ করেন। তাহার বিদায়-বাণী উদ্ধৃত করিতেছি :– -ৰখন এই সম্পাদন ব্রত গ্রহণ করিয়াছিলাম, তখন ফলাফল লাভ ক্ষতি গণনা করিয়া ইহাতে প্রবৃত্ত হই নাই। করে আনন্দই কৰ্ম্মে উত্তেজিত উৎসাহিত করিয়াছিল। আজ সে উৎসাহ-উত্তেজনার দিন ফুরাইক খিয়াছে। BB BB BB BBDDS DB BBBS BB BBBB DDDB BBD নিবৃত্তিলোলুপ। কিন্তু প্রবৃত্তিতে আননা আছে, নিবৃত্তিতে কি নাই ? দানের তৃপ্তি কি গ্রহণের তৃপ্তি হইতে অল্প ? পূজার মাহাত্মা কি বিসজ্জনেই ঘনীভূত নহে? বস্তুতঃ ত্যাগের মধ্যেই মূক্তির আনন্দ বিরাজিত। ব্রত গ্রহণ করিয়া আমি যে উদযাপনে অবসর পাইলাম, ইহাই আমার কর্থের প্রকৃত পুরস্কার।--ভারতী, বৈশাখ ১৩২২ }