পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা দ্বিতীয় খণ্ড.djvu/৭৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२७ . স্বর্ণকুমারী দেবী প্রথম বলিয়া আছে । আমরা তাহার রচনার কালানুক্রমিক তালিক মাত্র দিয়াছি, এগুলি সংগ্ৰহ করিয়া যাহারা পাঠ করিবেন, তাহারাই অনুভব করিবেন, স্বর্ণকুমারী সাহিত্য-শিল্পীও সামান্ত নছেন। ‘ভারতী’র সম্পাদিক হিসাবে তাহার প্রতিষ্ঠার কথা আজ আমরা ভুলিয়া গেলেও তিনি যে ঐ কাৰ্য্য করিয়া বাংলা দেশের নারীদের অক্ষমতার অপযশ ঘুচাইয়াছেন, তাহাতে সন্দেহ নাই। স্বদেশ-প্রেমই স্বর্ণকুমারীর সাহিত্য-সাধনার উৎস। তাহার প্রথম উপন্যাস ‘দীপ-নিৰ্ব্বাণের “উপহার”-পত্রে তিনি লিখিয়াছিলেন— আৰ্য্য-অবনতি-কথা, পড়িয়ে পাইবে বাথ, বহিবে নয়নে তব শোক-অশ্ৰখার, কেমনে হাসিতে বলি, সকলি গিয়েছে চলি, ঢেকেছে ভারত-ভানু ঘন মেঘজালমিভেছে সোণায় দীপ, ভেঙ্গেছে কপাল ! এই স্বদেশ-গ্রেম তাহার প্রায় সকল রচনাতেই লক্ষণীয়। রবীন্দ্রনাথ গোড়ার দিকে নানা বিষয়ে দিদি স্বর্ণকুমারীকে অনুসরণ করিয়া চলিতেন। স্বর্ণকুমারীর কবিতা অতিশয় মধুর ; তাহার গদ্যের ভাষাও চমৎকার। একটু দৃষ্টাস্ত দিতেছি— পুরী মঞ্চ-রাজ্য, আসমূদ্র কেবলই বালি বালি বালি-জk* বালি, পাশে BBS BB BBBS BBB BBS BB BB BBS BBeeSDDD DDD ক্ষয় নাই, আর্দ্রতার চিহ্নমাত্র নাই, ইহা অক্ষত অব্যয় । দিগন্তে সমূদ্ররাজ অনবরত ভূৰ্জন গর্জন করিয়া বালু-তীর আক্রমণ করিতেছেন, আবার প্রতিস্থত হইয় দূরে ফিরিয়া চলিয়াছেন, অবিশ্রান্ত এই সংগ্রাম চলিতেছে, কিন্তু বাদিক কপা নাশ করিতে পারেন নাই । ব্যঙ্গ ও কৌতুক রচনাতেও তিনি সিদ্ধহস্ত ছিলেন। তাহার ‘পাৰচক্ৰ' প্রহসনের ঘটকীয় গানটি উপভোগ্য ; উহা এইরূপ :