পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা দ্বিতীয় খণ্ড.djvu/৭৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8b. মীর মশাররফ হোসেন তার পেয়ে ব্যথা ভাঙ্গবে মাথা তুমি কথা না কহিবে , দেখতোমার এই টাকাকড়ি ঘর বাড়ী, ঘড়ি গা: রবে ; আবার হাত থাকিতে, পারহিতে, পরের কাণে যেতে হবে । চিরকাল করে হেলা গেল ৰেল এখন সন্ধ্যাবেলায় আর কি হবে , (এই ) জগতের কারণ যিনি, দয়ার খনি, তিনি মশার ভরসা ভবে । 彰 २ ॥ ు 8 | 彰 家 চল মন ষ্ট্রেশন, টিকিট কিনে, ", একবার তারে দেখে আসি । -- যায় যেখানে হচ্ছে মনে, যাচ্ছে করে হাসি খুশী। তোমার কি ভাবনা, ঠিক বল না, ভাবছ কি আর পথে বসি । অরে! বাজলে ঘড়ি, আসবে গাড়ী তাজ তুপড়ি বলে কসি। কর কি দৌড়ে চল, করে বল, যাবে চলে বাজলৈ বঁাশী । তোমার কি নাই ঠিকান পথ চিন না, জান না সে কোন দেশবাসী । ভাল কি সম্বলে, পথে চল, বল তোমায় তাই জিজ্ঞাসি । কত দিন উচট খেলে, দৌড়ে ম'লে, ছটকে পলে, তিন চার রসি— এতে আর কোথা যাবে, কারে পাবে, ভাবে, মশা দিবানিশি । 兹 家 ওরে ভারত জাগ জাগ দিন গেল । ঘুমের ঘোরে থেকে তোমার সর্বনাশ হইল ।