পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা দ্বিতীয় খণ্ড.djvu/৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 〉baoー>bs》 জন্মঃ বংশ-পরিচয় নগলী (বর্তমানে মেদিনীপুর ) জেলার অন্তর্গত বীরসিংহ গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ-পরিবারে ১২ আশ্বিন ১২২৭, মঙ্গলবার ( ২৬ সেপ্টেম্বর ১৮২০ ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম। তিনি স্বরচিত চরিত-কথায় স্বীয় জন্ম ও বংশ-পরিচয় সম্বন্ধে যাহা লিপিয়া গিয়াছেন, তাহা সংক্ষেপে উদ্ধৃত করিতেছি :–

  • শকাৰা: ১৭৪২, ১২ই আশ্বিন, মঙ্গলবার, দিবা দ্বিপ্রহরের সময়, বীরসিংহ গ্রামে আমার জন্ম হয়। আমি জনক জননীর

প্রথম সন্তান ।... বীরসিংহ গ্রামে আমার জন্ম হইয়াছে ; কিন্তু, এই গ্রাম আমার পিতৃপক্ষীয় অথবা মাতৃপক্ষীয় পূৰ্ব্বপুরুষদিগের বাসস্থান নহে। জাহানাবাদের ঈশান কোণে, তথা হইতে প্রায় তিন ক্রোশ অন্তরে বনমালিপুর নামে যে গ্রাম আছে, উহাই আমার পিতৃপক্ষীয় পূৰ্ব্বপুরুষদিগের বহুকালের বাসস্থান।. প্রপিতামহদেব ভুবনেশ্বর বিদ্যালঙ্কারের পাঁচ সন্তান ; জ্যেষ্ঠ নৃসিংহরাম, মধ্যম গঙ্গাধর, তৃতীয় রামজ, চতুর্থ পঞ্চানন, পঞ্চম রামচরণ। তৃতীয় রামজয় তর্কভূষণ আমার পিতামহ। বিদ্যালঙ্কার মহাশয়ের দেহাত্যয়ের পর, জ্যেষ্ঠ ও মধ্যম, সংসারে কতৃত্ব করিতে লাগিলেন। সামান্য বিষয় উপলক্ষে, তাহদের সহিত কথাস্তর