পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা দ্বিতীয় খণ্ড.djvu/৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৮২ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ১৬৭০ টাকা সম্প্রতি পাওয়া গিয়াছে। কোন হিন্দু বালিকা বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর পাঠ শেষ করিয়া, প্রবেশিকা পরীক্ষা দিতে ইচ্ছুক হইলে, পরবর্তী দুই বৎসরের জন্য এই টাকার আয় হইতে তাহাকে একটি বৃত্তি দেওয়া হইবে।” ડ્રાફ દ્ર ૪ সরকারী কৰ্ম্ম হইতে অবসরগ্রহণ শিক্ষা-বিভাগের কৰ্ম্মচারিরূপে বিদ্যাসাগর অসাধারণ উৎসাহ এবং বিচক্ষণতার সহিত র্তাহার কাজ সুসম্পন্ন করিয়াছিলেন । বঙ্গদেশে ংস্কৃত-শিক্ষার সংস্কার, বাংলা-শিক্ষার ভিত্তিস্থাপন এবং স্ত্রীশিক্ষার বহুল বিস্তার তাহার কাজ। তাহার কার্য্যদক্ষত বিষয়ে উপরি ওয়ালার। সম্পূর্ণ নিঃসন্দেহ ছিলেন। সুতরাং সকলেই আশা করিয়াছিল, প্রাট সাহেব ছুটি লইয়া বিলাতযাত্রা করায় দক্ষিণ-বাংলার ইন্‌স্পেক্টর অব স্কুলের শূন্ত পদে বিদ্যাসাগরই নিযুক্ত হইবেন। বস্তুতঃ ছোট লাট হালিডের সহিত পণ্ডিতের এ-সম্বন্ধে কিছু কথাবাৰ্ত্তাও হইয়াছিল। নিম্নলিখিত পত্রাংশ হইতে তাহ জানা যাইবে— “গত শনিবার যখন আপনার সহিত দেখা ব - দক্ষিণ-বাংলার ইনস্পেক্টর নিয়োগ সম্বন্ধে দু-একটা কথা বলিবার স্মৃতি প্রার্থন করি, আপনি তখন অটুগ্ৰহ করিয়া এ বিষয়ে একথা , লখিত পত্র দাখিল করিবার আদেশ দিয়াছিলেন । তদনুসারে অ , বিনীতভাবে প্রস্তাব করিতেছি,—যদি আপনি আমাকে ঐ প েহাল করিতে ইচ্ছুক হন, তাহ হইলে সংস্কৃত কলেজে আমার পদ যাহাকে আনা হইবে, তাহার নিয়োগ সম্বন্ধে আমার সহিত ধেম পরামর্শ করা হয় ; কেন-ন, যে-সকল ব্যক্তির মধ্য হইতে নিৰ্বাচন হইবে, তাহদের