পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা দ্বিতীয় খণ্ড.djvu/৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সরকারী কৰ্ম্ম হইতে অবসরগ্রহণ ᏥᏪ সম্বন্ধে বিশেষরূপ ব্যক্তিগত অভিজ্ঞতা আছে বলিয়াই, আমার মনে কে ঐ পদের উপযুক্ত, সে সম্বন্ধে আমিই ঠিক কথা বলিতে পারিব। আর সরকারী ইংরেজী কলেজ ও স্কুল থাকার দরুন বিভাগটি আমার হাত দেওয়া যদি যুক্তিসিদ্ধ বলিয়া বিবেচিত না হয়, তাহা হইলে আমার মনিৰ্ব্বন্ধ অনুরোধ, অন্ততঃ যে-জেলায় মডেল স্কুল আছে— যেমন মেদিনীপুর, বৰ্দ্ধমান, নদীয়া, সেই জেলাগুলি যেন আমার হাতে দেওয়া হয়; কলেজ ও স্কুলগুলি বিভাগীয় ইনস্পেক্টরের অধীন থাকিলে আর কোন অস্ববিধা হইবে না।” ( মে, ১৮৫৭ ) - এই পত্র হস্তগত হইবার পূৰ্ব্বেই হালিডে এপ্রিল মাসে লজ সাহেবকে ঐ শূন্তপদে নিয়োগ করিয়াছিলেন। বিদ্যাসাগর ইহাতে একান্ত নিরাশ হইলেন। তাহার প্রতি স্থবিচার করা হয় নাই, তাহার পদোন্নতির ন্যায্য দাবী বার বাবু উপেক্ষিত হইয়াছে, ইহাই তাহার মনে হইতে লাগিল। শিক্ষা বিভাগে নৃতন ডিরেক্টর-গর্ডন ইয়ং নামক অনভিজ্ঞ যুবক সিবিলিয়ান তাহার কাজে উৎসাহের পরিবর্তে নানা বাধা দিয়া আদিতেছেন, এজন্য তিনি পূৰ্ব্ব হইতেই বিরক্ত হইয়াছিলেন। অবষ্ঠ ছোট লাট হালিডের মধ্যস্থতায় বিবাদের কতকগুলি কারণ দূরীকুত হইয়াছিল। সরকারী শিক্ষা-বিভাগের কাজে তাহার যে পদোন্নতি হইয়াছে, এক জন কাল কৰ্ম্মচারীর পক্ষে তাহার অধিক আশা করা বিড়ম্বন-বিদ্যাসাগরের এই দৃঢ় ধারণা জন্মিল। তিনি সরকারী কৰ্ম্ম হইতে অবিলম্বে অবসর লইবেন স্থির কালেন, এবং ডিরেক্টরকে জানাইলেন,— “আপনি তিন মাসের জন্য শহর ত্যাগ করিয়া যাইতেছেন জানিয়া আমি মনে করিলাম, সরকারী কৰ্ম্ম হইতে শীঘ্র অবসর গ্রহণ - করিবার যে সঙ্কল্প করিয়াছি, তাহ অপমাকে জ্ঞাত করাইবার ইহাই