পাতা:সাহিত্য সার .djvu/১০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অক্ষয়কুমার দত্ত । :סיא হইলে, ভৎপ্রতীকীরার্থে সম্যকৃরূপে চেষ্টা করা কর্তব্য ; তাহারী কোন ছবিপাকে পতিত হইলে, উদ্ধার করা বিধের, তাহাদের ক্লেশনিবারণ ও অবস্থার উন্নত্তি-সাধনার্থ সুমন্ত্রণ প্রদান কৱা আবশ্যক। এতদ্ধেশীয় অনেক লোক ভৃত্যদিগের প্রতি যেরূপ ৰুটুক্তি ও কঠোর ব্যবহার করেন, তাহ অত্যন্ত গৰ্হিত । তাহার অধীনস্থ ব্যক্তিদিগের প্রতি যেরূপ অকথ্য অশ্রাব্য শব্দ সকল প্রয়োগ করিরা থাকেন, তাহ শ্রবণ করিলে, লজ্জায় অধোমুখ হইতে হয়। অশ্লীল শব্দ উচ্চাচণ করিলে যে ভদ্র লোকের ভদ্রতাগুণের ব্যতিক্রম হয়, ইহা তাহারা বিবেচনা করেন না । একারণ এতদ্দেশে যাহারা ভদ্রলোক বfলয়া প্রসিদ্ধ আছেন, ঠাহীদের মধ্যে অনেকেরই সহিত সহৰসি ও কথোপকথন করা যথার্থ ভদ্র প্রকৃতি স্বশীল ব্যক্তির পক্ষে কঠিন কৰ্ম্ম। অন্যের প্রতি ক্রোধ প্রকাশপূর্বক কটুবাক্য প্রয়োগ করিয়া নিকৃষ্ট প্রবৃত্তির উত্তেজনা করিলে যে স্বকীর স্বভাবকে কলঙ্কিত করা হয়, ইহা তা হাদের হৃদয়ঙ্গম নাই । প্রভূর প্রতি ভূত্যের যেরূপ ব্যবহার কর্তব্য, তাহfর অন্যথাচরণ দ্বারা সংসারের বিস্তর অনিষ্ট ঘটিয়া থাকে। ভূত্যের অহিঙাচারে তদীয় স্বামীর যত উৎপাত উপস্থিত হয়, প্রভুর অত্যাচারে ভূত্যের তত্ত হইতে দেখা যার না । অপহরণ ও বিশ্বাসঘাতকতা যে তৃত্যের পক্ষে সৰ্ব্বাপেক্ষা গৰ্হিত কৰ্ম্ম, তাহ বলা বাহুল্য। তাছার প্রভূকর্তৃক যে কৰ্ম্মে নিযুক্ত হয়, তাছা সবিশেষ মনোযোগপূর্বক স্বচারুরূপে সম্পাদন করা কর্তব্য।