পাতা:সাহিত্য সার .djvu/১০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$2 সাহিত্যসার । প্রভুকে সম্যকৃপ্রকারে সমাদর করাও র্তাহার সন্তোষসাধনার্থ সৰ্ব্বদা সচেষ্টত থাকা আবশ্যক। নিতান্ত চাটুকার হওয়া দুষণীয় বটে, কিন্তু ন্যায়াহুগত আচরণ দ্বারা প্রভুর সন্তুষ্টিসম্পাদনার্থ ষত্ববান থাকা কদাচ দূষ্য নহে ; প্রত্যুত সৰ্ব্বতোভাবে বিধেয়। প্রভুর কার্য নিজ কার্য জ্ঞান করা, প্রভুর দুঃসময় ঘটলে সাধ্যানুসারে আনুকূল্য করা এবং প্রভুর উপকার করিতে পারিলে, আপনাকে চরিতার্থ বোধ করিয়া প্রফুল্ল ও প্রসন্ন-চিত্ত হওয়া প্রভূপরায়ণ পুণ্যশীল সেবকের প্রধান কৰ্ম্ম। প্রভুর কার্য্যে অবহেলা করিয়া আত্মকার্যা সাধন করা এবং প্রভুকর্তৃক নির্দিষ্ট নিয়মানুসারে যে সময়ে প্রভুর কৰ্ম্ম বিহিত, সে সময় কৰ্ম্মান্তরে ক্ষেপণ অথবা নিরর্থক গল্প করিয়া নষ্ট করা কোনক্রমে কৰ্ত্তব্য নহে। প্ৰভু কোন কার্য্যে প্রেরণ করিলে মনেকে ষে স্থানান্তরে ও কাৰ্য্যাস্তরে কালক্ষেপ করিয়া আইসে, ইহা কাহারও অবিদিত নাই । এরূপ ন্যারবিরুদ্ধ ব্যবহায় অত্যন্ত দুষ্য ও ঘূণাকর। এরূপ আচরণ নিতান্ত স্বার্থপরতার লক্ষণ । প্রভুর কাৰ্য্যে ষত্ব ও অনুরাগ থাকিলে এরূপ ব্যবহার করিতে কোনরূপে প্রবৃত্তি হয় না । মেঘ ও বৃষ্টি । জল উত্তপ্ত হইলে যে ধূমাকার পদার্থ উৎপন্ন হয়, তাহাকে ৰাষ্প কহে । শীত ঋতুর প্রাতঃকালে নদী, লরোবর প্রভৃত্তি