পাতা:সাহিত্য সার .djvu/১০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

-------- $4' সাহিত্যসার । শীতল, এই হেতু যে সমস্ত জলীয় বাষ্প উৎপন্ন হুইবার সময়ে অদৃশ্য থাকে, তাহা উপরে উঠিয় ঘন হইয়া মেঘ জন্মায়। উপরে প্রতিক্ষণ নানা দিকে নানাপ্রকার বায়ুপ্রবাহ ৰছিতে থাকে, এবং সেই সঙ্গে মেঘসমুদায় ইতস্তত: সঞ্চালিত হইয়া অশেষবিধ অদ্ভুত আকার ধারণ করে। এক নিমেঘের নিমিত্তেও স্থির নহে, সৰ্ব্বদাই তাহাদের কোন না কোমপ্রকার পরিবর্তন হইতে দেথা যায়। অদৃশ্য জলীয় ৰাম্পের সহিত শীতল বায়ু মিশ্রিত হইলে, যেমন সেই ৰাষ্প ঘন হইয় মেঘ উৎপাদন করে, সেইরূপ আবার উৎপাদিত মেঘে উষ্ণ বায়ু লাগিলে, সেই মেঘ বিক্ষিপ্ত হইয়া অদৃশ্য হুইয়। যার। এক একখান মেঘ উঠিতে উঠিতে যে অন্তৰ্হিত হইতে দেখা যায় তাহার কারণ এই । সমুদায় মেঘই স্বক্ষ স্বল্প जण*नमूह ব্যতিরেকে জাৱ কিছুই নহে। তাছাতে হুর্য্যের কিরণ পতিত হইরা অশেষপ্রকার মনোহর বর্ণ উৎপাদন করে। স্বৰ্য্যকিরণে নীল, পীত, লোঙ্কিণ্ড, হরিত, পাটল প্রভৃতি নানা বর্ণ অাছে। বহুকোণবিশিষ্ট কাচে ও অন্য অন্য কোন কোন বস্তুতে স্বৰ্য্যকিরণ পাতিত ৰুরিয়া ঐ সকল বর্ণ পৃথক করিয়া দেখান যায়। বেলোয়ারি ঝাড়ের কলমে রৌদ্রের আভাপতিত হইরা যে নানাবিধ ৰৰ্ণ উৎপাদন করে, তাহা অপর সাধারণ সকলেরই বিদিত আছে । গগনমণ্ডলস্থ মেঘাবলির বিচিত্র বর্ণও এইরূপে উৎপন্ন হুইয়া থাকে। সচরাচর এই কয়েক বর্ণের মেঘ দেখিতে