পাতা:সাহিত্য সার .djvu/১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 সাহিত্যসার । ভাষার উৎপত্তি হইয়াছে। মুসলমানদিগের বাঙ্গলাদেশ অধিকার করিবার সময় বাঙ্গলাভাষার, বাল্যকাল । সুতরাং মুসলমানদিগের ভাষা হইতেও অনেৰানেক কথা বাঙ্গলাভাষায় প্রবেশ করিয়াছে । “দপ্তর” “জমি” “আইন” প্রভূতি বাক্য মুসলমানদিগের ভাষা হইতে গৃহীত । এক্ষণে ইংরাজশাসনের অধীনে “চেয়ার” “গেলাস” “বাক্স” প্রভৃতি অনেক ইংরাজী শব্দও ইহার অভ্যন্তরে প্রবিষ্ট হইয়া ইহার অঙ্গপ্রত্যঙ্গের পুষ্টিসাধন করিতেছে । - অনেকে বলিয়া থাকেন, প্রাকৃত হইতে হিনী ও হিন্দী হইতে বাঙ্গলা ভাষার উৎপত্তি হইয়াছে । ইহা সপ্রমাণ করিবায় নিমিত্ত র্তাহারা বলেন যে, যাঙ্গল ভাষার সর্বপ্রাচীন গ্রন্থ কর্তারা যেরূপ ভাষা প্রয়োগ করিতেন তাহাতে হিনীর ভাগ অধিকাংশ । কিন্তু ইহা দ্বারা কখনই সিদ্ধান্ত হইতে পারে ন যে, বাঙ্গলা ভাষা হিনী হইতে উৎপন্ন হইয়াছে । ষে সকল প্রাচীন গ্রন্থকার বহুলপরিমাণে হিনী শব্দ ব্যবহার করিয়াছেন, র্তাহাদের সমকালীন অন্যান্য গ্ৰন্থ কর্তারা আবার হিন্দী শব্দ অক্তি অল্প মাত্রায় গ্রহণ করিরাছেন । ইহা দ্বারা প্রতিপন্ন হইতেছে যে, তৎকালে রাধাকৃষ্ণলীলাবিষয়ক গ্রন্থাদি লিখিতে হষ্টলে অধিক পরিমাণে হিন্দী শব ব্যবহার করাই রীতি ছিল । কারণ এরূপ গ্রন্থ ভিন্ন অন্য কোন বিভিন্নবিষয়ক গ্রন্থেই হিন্দীর তাদৃশ প্রাচুর্ভাব দেখা যায় না। ইহা ব্যতীত বাঙ্গলা ও হিন্দী এই উভরের ব্যাকরণাদিগত বিভিন্নতার বিষয় পৰ্য্যালোচল।