পাতা:সাহিত্য সার .djvu/১৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অক্ষয়কুমার দত্ত। >x5. ৪ আগ্রহ প্রকাশ পূর্বক কৃছিলেন "আমি ত্নোমার মারস ক্লি য়াছি, আমার নাম বিদ্যা, তুমি যে স্থানে যাইবার প্রার্থনা কৃগ্নিতেছিলে, তাহার এই পথই সৰ্ব্বাপেক্ষা প্রশস্ত। যাহার এই রম্য কানন ভ্রমণ কয়িতে আইসেন, আমিই র্তাহাদিগকে পথ প্রদর্শন করি ; চল, তোমাকেও সঙ্গে লইয়া যাই ।” আমি তাহার এই আশ্বাসবাক্যে ৰিশ্বাস কৰিয়া কৃষ্টম্বনে তৎক্ষণাৎ পশ্চাৎ গমন করিতে লাগিলাম। উভয় পার্শ্বৰৰ্বিবৃক্ষশ্রেণীর মধাদেশ দিয়া কিয়ুদূর গমন করিতে করিতে অরণ্যের শৈত্য, শোভা, ও পবিত্রত্ন প্রস্তাক্ষ করিয়া অভুল আনন্দ প্রাপ্ত হইলাম, এবং অত্যন্ত কৌতুহলাfৰষ্ট হইয়া তাহাকে জিজ্ঞাসা করিলাম, "হে দেবি, এস্থানের নাম কি, এবং এখানে কি কি অপুৰ্ব্ব ব্যাপারই বা সম্পন্ন হইয়া থাৰে ?” তাহাতে তিনি সত্বর হক্টর উত্তর করিলেন “এ,বিদ্যাৱণ্য, এ অরণ্যে অতি স্বল্পর বৃক্ষ আছে,অতি ভাগ্যবান ব্যক্তিরাষ্ট্র এখানে আগমন করেন; কিন্তু ইহার ফলভোগ করা অতিশয়Tঙ্কায়াসু-সাধ্য, সকলের ভাগ্যে ঘটে না । কেহ কেহ দূর হইতে কোম কোন বৃক্ষের উচ্চতা দর্শনমূত্ৰে পূৰ্বায়ুথ ইষ্টয়া এতিগমন করেন, কেহ কেহ বা ফল আহ্বরণের প্রত্যাশায় কতৃক দূর বৃক্ষারূঢ় হইয়াও পুনৰ্ব্বার অধঃপতিত হন । কিন্তু যে ব্যক্তি একৰার এই রমণীয় ৰানমের ফলভোগ ফরিয়াছেন, তিনি জায় কদাপি তুঙ্কোয় আস্বাদন বিস্ত্রত হইতে পারেন নাই। আমি ভোঞ্চকে ক্রমে ক্রমে সমুদায় দর্শাইতেছি, চল । ঐ যে সুদৃশ্য মনোহর বৃক্ষ