পাতা:সাহিত্য সার .djvu/১৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভূদেব মুখোপাধ্যায়। y 24: বিধি সমস্ত নিৰ্দ্ধারণ কবিয়া গিয়াছেন । এই দেশে সুৰেশ্বি লোকের কিছুমাত্র অসদ্ভাব নাই । আরঞ্জেব এত চেষ্টা করিয়াও সকল নি:শেষ কfরতে পারেন নাট । এখনও আপনার কয়েক জন সুমহংগুস্তখত তাহার রাজ্যভার বহন করিতেছেন। किरु श्रद्र१डी दाममारश्ब्रा बमि झेशोइ छूछेाछाश्याग्नेो श्ब्र চলেন, তবে স্বল্প কালমধ্যেই সুবর্ণ মণিমাণিক্যাদি প্রসব ভারতভূমি আর উৎকৃষ্ট নবরত্ন প্রসবে সমর্থ হইবেন না। মহারাজ ! . আমার এই প্রার্থনা, যেন এমন দিন কথন উপস্থিত না হয় যে, কোন বাদসাহ হিন্দুজাতির মধ্যে সক্ষম ব্যক্তি নাই বলিয়। অবজ্ঞা করেন । মহারাজ ! ধ{হfরা আপনারাই এই জাতিকে নিস্তেজ করিয়া পরে ক্ষীণবীৰ্য্য বলিয়া অবজ্ঞা করেন, তাহাদের কি সাধারণ দুষ্টতা ! মহারাজ ! অধুনা ভারতরাজ্যের বে অপেক্ষাকৃত নিরুপদ্র বাবস্থা দৃষ্ট হইতেছে, সে বিকারাপন্ন রোগীর দৌৰ্ব্বল্যাধীন নিম্পন্ন হওয়ার ন্যায়,—তাহ সুবুপ্তির স্থ থাকুভব নহে ।” ইংলণ্ডের ইতিহাস । ইউরোপের মানচিত্রের বায়ুকোণে বে একটা অপেক্ষাকৃত বৃহদাকার দ্বীপ দৃষ্ট হয়, তাহারই এক ভাগের নাম ইংলণ্ড । ঐ দ্বীপ ইংরাদিগের নিবাসভূমি। দ্বীপমাত্রেরই, বায়ু গ্রন্থ মমণীতোষ্ণ হইয়া থাকে। ইংলণ্ডেরওঁ সেইরূপ। এই ርቘማሻ