পাতা:সাহিত্য সার .djvu/১৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

》然3 সাহিত্যসার । তারাশঙ্কর তর্করত্ন । কাদম্বরী । শু কবৈশম্পায়নের বৃত্তান্ত । একদা প্রভাতকালে চন্দ্রম৷ অস্তগত হইলে, পক্ষিগণের কলব্লবে অরণ্যানী কোলাহলময় হইলে, নবোদিত রৰিৱ আতপে গগনমণ্ডল লোহিত বর্ণ ই চলে, গগনাঙ্গ নবিক্ষিপ্ত অন্ধকাররূপ ভস্মরাশি দিন করের কিরণরূপ সম্মার্জনী দ্বারা দূরীকৃত হইলে, সপ্তর্ষিমণ্ডল অবগাছমমানসে মানস সরোবরতীরে অবতীর্ণ হষ্টলে, শালুলীদুক্ষস্তিত পক্ষিগণ আহারের অন্বেষণে অভিমত প্রদেশে প্রস্তান করিল । পক্ষিশাবকেরা নি:শব্দে কোটরে রচিয়াছে ও আমি পিতার নিকটে বসিয়া আছি, এমন এময়ে, ভয়াবঙ্গ মৃগয়াকোলাহল শুনিতে পাইলাম। কোন দিকে সিংহ সকল গম্ভীর স্বরে গর্জন করিতে লাগিল ; কোন প্রদেশে তুরঙ্গ, কুরঙ্গ, মাতঙ্গ প্রভূতি, বন চর পশু সকল বন আন্দোলন করিয়া বেড়াইতে লাগিল ; কোন স্থানে বাঘ, ভুল, বরাত, প্রভৃতি ভীষণাকার ক্তত্ত্বসকল ছুটাছুটা করিতে লাগিল, কোন স্থানে মহিষ, গঙার প্রভূতি বুচৎ বুখং জস্তগণ অতিবেগে দোঁড়িতে লাগিল ও তাছাদিগের গাত্রঘর্ষণে বৃক্ষ সকল ভগ্ন হষ্টতে আরম্ভ হইল। মাতঙ্গের চীৎকারে, তুরঙ্গের হ্যোরবে, সিংহের গর্জনে ও পক্ষিগণের কলরবে, বন আকুল হইয়া উঠিল এবং তরুগণও ভয়ে কঁাপিতে লাগিল। আমি সেই কোলাহল শ্রবণে ভয়বিহ্বল ও কম্পিত