পাতা:সাহিত্য সার .djvu/১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> е সাহিত্যসার । পরিবর্তিত করিয়া দিয়াছেন । কৃত্তিবাসের পর চওঁীরচয়িতা মুকুন্দরাম চক্রবর্তী প্রাচু ভূত হয়েন । কৃত্তিব্যাসের ন্যায় ইহঁf* S সময়নিরূপণ করা সহজ ব্যাপার নহে । छेईशद्भ গ্রন্থপাঠে এই মাত্র অবগত হওয়া যায় যে, ইনি বাকুড়া বা মেদিনীপুর জেলার অধিবাসী রঘুনাথ রার নামক কোন রাজোপাধিক ভূস্বামীর সভাপণ্ডিত ছিলেন। এই রঘুনাথ রায়ের সময় অন্থ সারে বোধ হয় কবিকঙ্কণ খৃঃ ১৫৭৩ অব হইতে আরম্ভ বরিয়া ১৬১৩ অব পর্য্যস্ত এই সময়ের মধ্যে প্রদুভূত হন। চওঁীর ভাষা ভাবপূর্ণ ও সুমধুর হইলেও কৃত্তিবাসের রচনার ন্যায় প্রাঞ্জল ও সুখবোধ্য মহে। ইহার অনেক স্থানে অনেক দুরূহ সংস্কৃত শব ও বাঙ্গল অপভ্রংশ শব্দের ব্যবহার দেখিতে পাওয়া যায়। সে ৰাহী হউক, কবিকঙ্কণ চণ্ডী যে বাঙ্গলাভাষার একখানি প্রধান প্রাচীন গ্রন্থ তাহাতে আর সন্দেহ নাই। ইহা পীঠ করিলে তদানীন্তন কালের রীতি নীতি আচার ব্যৰহারের বিষয় অনেক জানিতে পারা যায় । চণ্ডীরচনার কিছুকাল পরেই ক্ষেমানন্দনামক কোন কবি মনসার ভাষান নামক গ্রন্থ রচনা করেন। এই গ্রন্থ অদ্যাপি সাদরে পঠিত হইয়া থাকে । ক্ষেমানন্দের পরেই কাশীরাম দাস মহাভারত রচনা করেন। ইনি বৰ্দ্ধমান জেলার অন্তর্গত ইন্দ্রাণী মামক পরগণায় কায়স্তবংশে জন্মগ্রহণ করেন। ইহঁদের পূর্ববর্তী কৃত্তিৰাস প্রভৃত্তির ন্যায় ইহারও প্রকৃত সমন্ধু মিরূপণ করিবার কিছুমাত্র উপায় নাই। অনুসন্ধান করিয়া ৰহুদুর জানিতে পারা যায়, তাহাতে