পাতা:সাহিত্য সার .djvu/১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উপক্ৰমণি ক] | S X বোধ হয় ইনি এখন ইষ্টতে প্রায় ২-০ বৎসর পূৰ্ব্বে প্রাদুর্ভূত হষ্টয়াছিলেন। কাশীরাম একজন প্রকৃত কবি ছিলেন, তিনি আপন গ্রন্থে তাহার কবিত্বের বিলক্ষণ পরিচয় দিয়াছেন। মহাভারতের ভাষা রামায়ণ ও চণ্ডীর ভাষা অপেক্ষ অনেকাংশে মার্জিত । ইহাদ্বারা স্পষ্টই বোধ চয়, কাশীরামের সময় হটতে বাঙ্গলা ভাষার অপেক্ষাকত অধিক অঙ্কুশীলন আরম্ভ হয়। কাশীরামের প্রায় ৮০ বৎসর পরে রামেশ্বর ভট্টাচার্ষ্য নামক এক জন রাঢ়ীয় ব্রাহ্মণ শিবসঙ্কীৰ্ত্তন নামক শিবলীলাবিষয়ক এক গ্রন্থ রচনা করেন, ইস্থার পর রামপ্রসাদ সেন প্রাদুর্ভূত কম । শিবসঙ্কীৰ্ত্তনরচয়িতা রামেশ্বর ভট্টাচাৰ্য্য ও কবিরঞ্জন রামপ্রসাদ সেন এক সময়েরষ্ট লোক ছিলেন । তবে রামেশ্বর রামপ্রসাদ অপেক্ষা অধিকবয়স্ক ছিলেন । হালিসহর গ্রামে বৈদ্যকুলে রামপ্রসাদের জন্ম হয় । রামপ্রসাদ বাল্যকালে সংস্কৃত ও পারসী ভাষার বিলক্ষণ ব্যুৎপন্ন হন । তিনি চিকিৎসাৰ্যবসায় অবলম্বন করেন নাই । কিঞ্চিৎ বয়ঃক্রম হইবার পর কলিকতাবাসী কোন ধনীর ভবনে মুক্তfরগিরি কৰ্ম্মে প্রবৃত্ত হন । কিন্তু তিমি বিষয়কৰ্ম্মে তাদৃশ মনোনিবেশ করিতেন না। র্তাহার মন নিরস্তুর পরমার্থচিস্তাতেই ব্যাপৃত থাকিত । দৈৰক্ৰমে তাহার প্রভূ তাহার মনের ভাব ও কবিত্বশক্তিয় পরি. চয় পাইয় তাহাকে মাসিক ৩০ টাকা বৃত্তিঙ্গ রূপে দান করিতে অঙ্গীকার করির অমুক্ষণ অভীষ্ট পরমার্থ চিন্তাষ মনোনিবেশ করিতে অনুরোধ করিলেন । ইহার পর রামপ্রসাদ গীত ও