পাতা:সাহিত্য সার .djvu/১৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>brペり সাহিত্যসার । কেহ গৃহ-নিৰ্ম্মাণাদি কৰ্ম্মে নিযুক্ত হইয়া গৃহ-স্বামিদিগের সম্পত্তি তথা বল ও আধিপত্যের বুদ্ধি করে । কেহ কেহ বা শিল্পবিদ্যা জ্যোতির্বিদ্যাদিতে মনোনিবেশ করত সভ্যতার বৃদ্ধি করিতে থাকে । তদনুরূপে এক জনের অনাবশ্যক কোন বস্তু অন্যের অন্য কোন বস্তুর সহিত পরিবর্তন করাতে বাণিজ্যের অঙ্কুর উৎপল্প হয়, এবং পরে পরে বাণিজ্যের বৃদ্ধিতে এক দেশের বস্তু অন্যদেশে প্রেরণ করিবার নিমিত্ত বৃন্থন্নেীকাদি প্রস্তুত করা হয়, এবং তাহাকে চালিত করিবার নিমিত্ত জল, বায়ু, নদী, সমুদ্র, আকাশ, নক্ষত্রাদির প্রভাব গতি ও বন্মের অনুসন্ধান হইতে থাকে। তদৰ্থে পরস্পর স্বশীলতা ও নম্রতা ও শিষ্টতা ও সোজন্যের প্রকাশ, ও বিদ্যার আলোচনা করিতে যাহাদিগের যে প্রকায় আগ্ৰহ হইয়াছে, তাহার। সেই প্রকার সভ্যতা ও স্বচ্ছস্বতা ও সুখভোগ করিতেছে ।