পাতা:সাহিত্য সার .djvu/১৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*నe সাহিত্যসার । একাকী দ্বৈপায়ন হ্রদের অভ্যস্তরে প্রবেশ করত জলস্তস্তু কৱিয়াছে, তখন আর জয়াশা করি নাই । যখন শুনিলাম, দুর্য্যোধন গদাযুদ্ধে সবিশেষ নৈপুণ্য প্রদর্শন করিতেছিল, ইত্যবসরে ভীমসেন আপনার অনুরূপ বিক্রম প্রকাশ করিয়া তাহাকে সমরশায়ী করিয়াছে, তখন আর জয়াশ করি নাই । যখন শুনিলাম, অশ্বখাম প্রভৃতি কতিপয় বীর পুরুষেরা সমধেত হইয়৷ দ্রৌপদীর প্রস্বগু পুত্রপঞ্চক বিনাশ করত অতিঘুণিত ও নিন্দিত কৰ্ম্মের অনুষ্ঠান করিয়াছেন, তখন আর জয়শ। করি নাই ।