পাতা:সাহিত্য সার .djvu/২২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

સ્વ છેbr সাহিত্যসার । অপেক্ষা প্রাণনাশ করিয়াছি। বিধাতা দেখিলেন যে, আমার জীবনযাত্রাতে যাহা কিছু কৰ্ত্তব্য ছিল, তাত সম্পূর্ণ হইল, অতএব দয়াদৃষ্টি করিয়া ক্লেশময় জীবনযাত্রা সাঙ্গ করিয়া দিলেন । দারিদ্র্য, কিম্বা কুৎসা, কিম্বা অসুর, কিম্বা উদ্বেগজাল, কিম্বা পরের বিপত্তিদর্শন ইত্যাদি যে সকল যন্ত্রণ। সংসারে সৰ্ব্বদ। আক্রমণ করে, তাহাদিগের হাত আমি এখন একেবারে এড়াইয়াছি । মামুষ যে সকল কষ্টদ্বারা ভাষিত হয়, তাহাদিগের একটাও আর আমাকে আক্রমণ করিতে পারে না। তুমি কি না আমার ঈদৃশ দশাতে শোক করিতেছ! আমি জ্যোতি:কণার স্তায় নিৰ্ম্মল ও নিত্য হইয়াছি, তুমি কি না আমাকে জীবনের অন্ধকারে প্রত্যাহবান করিতেছ ! হে চিরমিত্র পেীল । সেই সব দিনের কথা কি তোমার মনে পড়ে, যখন আমরা উভয়ে সুর্য্যকিরণের শৈলশিখরে আরোহণসময়ে ভদীয় রশ্মি জালের সহিত বনভূমিতে বিস্বত্ত হইয়া নভোমণ্ডলের রমণীয় রূপ দৰ্শন করিতাম ? কি কারণে যে তেমন চমৎকার আহলাদ অনুভব কষ্টত,বুঝিতে পারিতাম না, কেবল ৰালস্বভাৰ, বশতঃ এই অভিলাষ হইত যে, শুদ্ধ নেত্রমর হক্টর। উষার স্থসমৃদ্ধ শোভা নিরীক্ষণ করি, কর্ণময় হইয়া বিহঙ্গমকুলে সংসত্ত ংগীত শ্ৰৰণ করি, প্রাণময় হইয়া উদ্যানের সৌরভ সস্তোগ করি, এবং হৃদয়ম্বন্ধু হইরা এই সকল আনন্ধের পরিচর রক্ষা করি । কিন্তু যে সৌন্দর্য্যের প্রস্রবণ হইতে পৃথিবীর সমুদয় সোনার্য্য প্রবাহিত হইঠেছে, আমি এখন ভাস্থ্যর নিকটে স্থান