পাতা:সাহিত্য সার .djvu/২৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রামগতি ন্যায়রত্ন । ૨ ૨ (t হইয়াfছল । কলিকাতায় অবস্থানকালে তিনি কেবল শাস্ত্রালোচনা, এবং ব্রাহ্মধৰ্ম্ম প্রচারদ্বারা কুসংস্কারাবিষ্ট অজ্ঞানাচ্ছন্ন লোকদিগকে উৎকৃষ্টপথে অনিয়ন, এই দুই কার্ষোর চেষ্টাতেই সৰ্ব্বদা অভিনিবিষ্ট থাকিতেন। এই প্রসঙ্গে দেশীয় বিদেশীয় অনেকানেক পণ্ডিতের সঠিত তাহাকে সৰ্ব্বদাই বিচার করিতে হুইত । সেই সকল বিচার প্রায় বাচনিক হ'ষ্টত না-fলথিত হচত । এইজন্য র্তাহাকে ইংরাজী ও বাঙ্গাল। উভয় ভাষাতেষ্ট বেদান্ত উপনিষদ প্রভৃতি অনেক শাস্ত্রের অনুবাদ ও ক্ষুদ্র ক্ষুদ্র অনেক গ্ৰন্থ রচনা করিতে চক্টয়াছিল । তাষ্ঠার বিপক্ষেরাও “পাষগুপীড়ন ও অপরাপর ক্ষুদ্র ক্ষুদ্র পুস্তক রচনা করিয়া তাঙ্গার মত খণ্ডন করিতে চেষ্টা করিয়াছিলেন । তাহার কেবল তাঙ্গা করিয়াই ক্ষান্ত ছিলেন, এমত লছে—য়ামমোহন রায়কে ধৰ্ম্মনাশ কারী বলিয়া পথিমধ্যে প্রচার করিবার চেষ্টা কjuতেও ক্রটি করেন নাই। ঐ প্রহারের ভয়ে তাঙ্গাকে সৰ্ব্বদা রক্ষি বেষ্টিত হক্টর। গমনাগমন করিতে হইভ । কিন্তু তিনি ‘এসমস্ত অক্ষুন্ধচিত্তে সহ্য করিয়া নিজ উদ্দেশ্যসাধন বিষয়ে ক্ষণমাত্র ঔদাসীন্য প্রদর্শন করেন নাই । যে সকল লোক গুহার ঘোরउब्र दिtश्रोौ झहेम्नांछ्tिणन, छैोशड्रांe ॐाझाब्र दिनTा नृक्षि ७ ক্ষমতার যথেষ্ট প্রশংসা করিতেন । তিনি ‘ধৰ্ম্মতলা ষ্টউfনটেরিয়ান্‌ যন্ত্ৰালয়” নামক একটা মুদ্রাযন্ত্র স্থাপন করিয়া ঠাচাৰুে নিজ মতাম্বসায়ী গ্রন্থ এবং বিপক্ষদিগের প্রদত্ত দৃষণার উত্তর সকল মুদ্রিত করিয়া প্রকাশ করিতে আরম্ভ করিয়াছিলেন।