পাতা:সাহিত্য সার .djvu/৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হরপ্রসাদ রায় । ३*L হে নরেন্দ্ৰ ! আপনি এই উত্তর লিথিবেন যে বুদ্ধিমান লোক এ রাজ্যে নাই এবং তোমার অধিকার মধ্যেও দেখি না, ৰfরা৭লীতে এবং অন্য অন্য পুণ্যতীর্থে বুদ্ধিমানের অনুসন্ধান করিবেন । উত্তম বুদ্ধির ফল এই যে তাহাতে তত্ত্বজ্ঞান হয়, অতএব ইন্দ্র জালসদৃশ যেসাংসারিক ব্যাপার তাহার মধ্যে বুদ্ধিমান লোক কি নিমিত্ত অবস্থিতি করিবেন ; তিনি কোন নির্জন স্থানে আর গিরিগহ্বরে যোগাৰলম্বন করিয়া থাকবেন, তদ্ভিন্ন যে মুখ লোক, সে সৰ্ব্বত্র মূলভ, সেই অবস্তুর প্রেরণে কি ফল অতএব তাছার পারচারক চিহ্ন লিখিতেছি, ঈশ্বরেচ্ছাপ্রযুক্ত সকল মনুষের হস্তপদাদি সমান হয়, ইহাতে যে ব্যক্তি সকল লোক কর্তৃক নিন্দিত হয় সেই মুখ, অপর, মানৰঞ্জন্ম প্রাপ্ত হইয়া যে লোক পুণ্যসঞ্চর না করে এবং যশ: উপার্জন না করে, তাহাকেই মূখ কহ। যার । রাe1 হরসিংহ এই কথা শুনিয়া কহিলেন তাহাই কর । গণেশ্বর মন্ত্রী ঐ পরমশপূৰ্ব্বক রামদেব রাজাকে সেইরূপ উত্তর লিখিলেন । রাজা রামদেৰ সেই পত্র পায় পরম সস্তুষ্ট হইলেন এবং সভাসদু সমাজের মধ্যে হৱ সিংহ রাজাকে এবং গণেশ্বর মন্ত্রীকে এইরূপ অনেক প্রশংসা করিলেন, সাধু রাজা সাধু, যে রাজার রাজনীতিরূপ। যে नशे, তাহার কর্ণধার স্বরূপ এৰং ধৰ্ম্মজ্ঞ এই গণেশ্বর মন্ত্রী আtছল ।