পাতা:সাহিত্য সার .djvu/৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Հեր সাহিত্যসার । দিগদর্শন—মাস ম্যান সাহেব। বিদ্যুৎ ও ধন্ত্ৰ । সকল আকাশ বিদ্যুৎ পদার্থে পরিপূর্ণ। বড়ের সময়ে মেৰ পৃথিবীর নিকটবর্তী হইলে পৃথিবীস্থ কোন বস্তু বিদ্যুৎকে আকৰণ করে, তাহাতে সেই বিদ্যুৎ মেঘ ছাড়িয়া অতিৰেগে আইসে, তৎপ্রযুক্ত মেঘ ফাটে, তাছাতে বৃহৎ শব্দ হয়, তাছাকেই বক্ত কহে । যে সমরে বিদ্যুৎ মেঘ হইতে নির্গত হয়, ভখনি শব্দ উৎপন্ন হয় । কিন্তু অামাদিগের নিকটে তৎক্ষণাৎ শৰা না পহুছিয়া কথন কখন কিছু কাল বিলম্বে প’হছে। যে হেতুক শস্ব আড়াই পলের মধ্যে ছর ক্রোশ চলে, কিন্তু আলোক ইছ ইষ্টতে অতি শীঘ্ৰ চলে, অতএব আলেক ও শব্দ এককালে নির্গত ছয় বটে, কিন্তু শত্ব হইতে আলোক অগ্রে আইসে । বদি কেছ নিশ্চয় করেন বে, বিদ্যুতের আলোকদর্শনের কতক্ষণ পয়ে শব্দ শুনা যায়, তবে তিনি এইরূপে গণনা করিলে জানিতে णाब्रिएक्ञ, ८य ऊाश ठहे८ङ दिझा९ क७ अखब्र श्राप्झ् । शनि জালোকদর্শনের আড়াই পল পরে তিনি শব্দ শুনেন, তবে ছয় ক্রোশ অস্তুর বিদ্যুৎ নির্গত হইয়াছে জ্ঞাত হইবেন। বিদ্যুৎ প্রায় উচ্চ বস্তুর উপরে পড়ে। এই কারণ বড়েয় সময়ে বৃক্ষের নীচে থাক অকৰ্ত্তব্য । কোন কোন বস্তুর এমত স্বভাৰ ৰে, তাছার অন্য বস্তু হইতে বিদ্যুতীয় অগ্নিকে অক্তি শর আকর্ষণ করে । সকল ধাতু এই প্রকার স্বভাবপ্রাপ্ত, এই হেতুক খাপ সমেত তলোয়ায়ের উপরে বিদ্যুৎ পড়িলে ৰখন