পাতা:সাহিত্য সার .djvu/৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

d २ সাহিত্যসার । বেশন প্রস্তুত করেন নাই, এবং আপনিও অধ্যাপনার সময় কোন প্রশস্ত আসন গ্রহণ করিতেন না, উপদেশের দেশ কাল পক্ষে কোন নিয়ম ছিল না, সকল স্থানে, সকল কালেই এবং রণস্থল, শিবিপ্ন, রাজকীয় সমাজ, কারাগারাদি সকল স্থানেই বিঘ্যবিতরণের যত্ন প্রকাশ করিতেন। টার্ক । কচেন যে, অবশেষে বিষপান কালীন ও তিনি জ্ঞানের কথা ৰিস্তার কারণে ক্রটি করেন নাই । তাহার এই ব্যবহারের প্রসঙ্গে বিচক্ষণ গ্রন্থ কৰ্ত্তা রাজনীতিবিষয়ক এক উত্তম নিয়মের ৰণনা করিয়াছে ন । যথা ‘সাধারণের উপকার করুণার্থে রাজ কৰ্ম্মে বাস্ত বিক নিযুক্ত হওয়া, অথবা বিবাদনিষ্পত্তির নিমিত্ত বিচারকের পরিচ্ছদ গ্রহণপূর্বক উচ্চতর বিচারাসনে উপবিষ্ট হওয়া নিতান্ত অবশ্যক নহে, অনেকে এ প্রকার পদ প্রাপ্ত হয় বটে, কিন্তু তাহার সেনেটর বক্তা ইত্যা দ সুচারু উপাধি প্রাপ্তি হক্টলেও যদি তৎসম্বন্ধীয় ধৰ্ম্মে ও কার্য্যসাধনে তৎপর না হয়, তবে তাহাদিগকে সামান্য লোক মাত্র জ্ঞান করা কর্তব্য, এমত লোককে ৰরং পামর ও ইতর জনতামধ্যেও গণ্য করাতে তাfন নাই । ষে ব্যক্তি পৃষ্ট হইলে সৎপরামর্শ দানে সমর্থ, এবং পোরজনগণকে ধৰ্ম্ম কুমারী ও দয়াসত্যন্যায়াকুরাগী এবং স্বদেশীয়ক্ষিতাৰ্থে যত্নশালী করিতে যাহার ক্ষমতা আছে, সে ৰাfক্ত যেমত পদ fকম্ব অবস্থাতে থাকুক, তাহাকেই সত্যবিচারক ও সত্যশাসক কfচতে হয় ।” এক জন গ্রীসদেশীয় জীবনবৃত্তরচয়িত।