পাতা:সাহিত্য সার .djvu/৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। @念 সক্রেটসের শিষ্য হওনার্থে এথেন্স নগরীয় নব্য লোকদের কি পৰ্য্যস্ত প্রয়াস ছিল, তাহ বর্ণনা করিলে আপাততঃ উৎকট বোধ হইবে । তাহার। তাহার নিকটস্থ হহয়! উপদেশ শুশ্রুষায় পিতামাতা ও ক্রীড়া কৌতুকাদি সমস্ত পরিহার করিত। ইহার এক উদাহরণ আল কিবায়ে ডিসের চরিত্তেতে দৃষ্ট চইয়াছে । আল কিবায়েডিস অতি প্রচণ্ডস্বভাৰপ্রযুক্ত স্বজাতীয় লোকের মধ্যে সদা অহঙ্কারে আস্ফালন করিতেন । সক্রেটিস কখনও তাহার ঐ গৰ্ব্ব ও আস্ফালন দমনে ক্রটি করেন নাই । উদার বংশ্য যুবকেরা ধন গোঁৱৰে যে প্রকার স্ফীত ১ষ্টয়া থাকে, অ{ল,কি বায়েডিস এক দি ৰস তদ্রুপ স্ফীত হইয়। ধন সম্পত্তির দপ করিতেছিলেন, সক্রেটিস তাছ! দেখিয় উইকে এক ধরাতলের মেপ অর্থাৎ নক্সাতে আটকাদেশ লক্ষিত করতে কহিয়াছিলেন । কিন্তু অতি ক্ষুদ্র তাহেতুক ঐ দেশ প্রথমতঃ উষ্ঠার দৃষ্টিগোচর হয় নাই, পরে বহু ক্লেশে দেখিতে পাইয়া কহিলেন, "এদেশ আতি ক্ষুদ্র, নক্সাতে সহজে দৃষ্টিগোচর হয় না ।” সক্রেটিস উত্তর করিলেন “তৰে দেখ তুমিও কেমন ক্ষুদ্র পরিমাণ ভূমির জন্য অভিমান করিয়া থাক।” একথা আরে; বাহুল্যরূপে বিস্তার করিলে হানি ছ হত না, কেননা এথেন্স ধেমত সমস্ত গ্রীশ দেশের সহিত তুলনাতে বিন্দুমাত্র বোধ হয়, তক্রপ গ্ৰীশদেশ ষ্টউরোপের পক্ষে, ও ইউরোপ পৃথিবীর পক্ষে, এবং পৃথিবী ও দশদিকৃপ্ত অপরিছিন্ন খগোলের পক্ষে অণুমাত্র, অতএব আতি পরাক্রাস্ত রাজাও এই অপার ব্ৰহ্মাণ্ড এবং অনস্ত জাকাশের মধ্যে ক্ষুদ্র কীট ও নগণ্য ।