পাতা:সাহিত্য সার .djvu/৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

億br সাহিত্যসার । শ্যক।” গ্লাকে, “ইহাও আমি জানি না ।” সক্রেটস, “তবে দেশকে ধনাঢ্যকরণের প্রতিজ্ঞাসাধনে এক্ষণে বিলম্ব করিতে হইবে, কেননা, রাজ্যের আয় ব্যর কত্ত তাহাতে অৰগত না হইয়া ইহা করিত্তে পারিৰে না ।” গ্লাকে পুনশ্চ কহিল, “দেশের উপকার করিবার অন্য ধারা আছে, আপনি তাহার উল্লেখ করেন নাই, শক্ৰকুলধ্বংস করিয়াও য়াজ্যের উপকার করা যায় ।" সক্রেটিস, "যথার্থ বটে, কিন্তু রাজ্য বলবত্তম ন হইলে শক্ৰধ্বংস হইতে পারে না, কেননা বল অল্পতর হইলে যাহা আছে, তাছাও নষ্ট হইতে পারে, একারণ যুদ্ধের প্রসঙ্গ করিলে উভয় পক্ষের সৈন্য গণন করিতে হয়, রাজ্যের বল অধিক দেখিলেই যুদ্ধোদ্যোগের পরামর্শ দেওয়া যাইতে পারে । আর রাজ্যের ৰল মল্প হইলে যুদ্ধ হইতে নিরস্ত থাকিবার মন্ত্রণা দেওয়া কৰ্ত্তৰ্য। তুমি কি আমাদের রাজ্যের বল গণনা করিয়াছ ? এবং জলপথে বা স্থলপথে বিপক্ষসৈন্যের সংখ্যাও কি অবগত আছ ? এ বিষয়ের কোন লিখন কি তোমার নিকটে আছে ? যদি থাকে, তবে জামাকে একবার দেখাইলে ৰাধিত হইব ।” গ্লাকে, “এক্ষণে আমার নিকট সে গণনা নাই।” সক্রেটিস, “তবে দেখিতেছি, তুমি রাজ্যভার লইলে দেশে সম্প্রতি যুদ্ধ হইবে না, কেননা এখনও তোমাকে অনেক পরিশ্রমপূর্বক এ বিষরের তথ্যাতথ্যের অমুসন্ধান করিতে হইবে, তুহি না করির তুমি কখনও যুদ্ধ ৰুব্লিবে না।’