পাতা:সাহিত্য সার .djvu/৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ማለo সাহিত্যসার । এই সময়ে সেই বালক, কই কি খেলান দিখে, দাও, ৰলিয়। হস্তপ্রসারণ করিল। রাজা, বালকের হস্তে দৃষ্টিপাত করির চমৎকৃত হইয়া মনে মনে কহিতে লাগিলেন, কি আশ্চৰ্য্য ! এই ৰালকের ছন্তে চক্রবর্ভুিলক্ষণ লক্ষিত হইতেছে। তাপসীদিগের সঙ্গে কোন খেলান ছিল না, সুতরাং তাহার। তৎক্ষণাৎ দিতে না পায়াতে, বালক কুপিত হইয়া ৰহিল, তোমরা খেলান দিলে না, তবে আমি উহারে ছাড়িব না । তখন এক তাপসী অপর তাপসীৰে ৰছিলেন, সখি! ও কথায় ভুলাবার ছেলে নর ; কুটীরে মাটর ময়ূর আছে, ত্বায়ু লইয়া আইস । তাপসী মুগ্ধর ময়ূরের আনয়নার্থ কুটীরে গমন করিলেন । প্রথমে সেই শিশুকে দেখিয়া, রঞ্জার অস্তঃকরণে ষে স্নেহের সঞ্চায় হইয়াছিল, ক্রমে ক্রমে সেই স্নেহ গাঢ়ত্তর হইতে লাগিল। তথন তিনি মনে মনে কঙ্কিতে লাগিলেন, কেন এই অপরিচিত শিশুকে ক্রোড়ে ৰুরিবার মিমিত্ত আমার মন এমন উৎসুক হইতেছে । পরের পুত্ৰ দেখিলে মনে এত স্নেহোদয় হয়, আমি পূৰ্ব্বে জানিতাম না। আই ! যান্থায় এই পুত্র, সে ইহাকে ক্রোড়ে লইয়া যখন ইছার মুখচুম্বন করে, হাস্য করিলে যখম ইহার মুখমধ্যে অৰ্দ্ধবিনির্গত কুন্দসন্নিত দস্তগুলি অবলোকন করে, যখন ঠস্থার মৃদু মধুর আধ জাপ কথাগুলি শ্রবণ করে, তখন সেই পুণ্যৰান ব্যক্তি কি অনিৰ্ব্বচনীয় গ্ৰীতি প্রাপ্ত কর। আমি অতি হতভাগ্য ! সংসারে আসিয়া এই পরম মুখে বঞ্চিত রছিলাম। পুত্রকে ক্রোড়ে লইয়া, তাছার