পাতা:সাহিত্য সার .djvu/৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অক্ষয়কুমার দত্ত । স্বদেশের শ্রীবৃদ্ধি-সাধন । একত্র সমাজবদ্ধ হইয়। বাস করা যেমন মতুষ্যের স্বভাৰসিদ্ধ ধৰ্ম্ম এমন কোন জন্তুর নহে । যদিও অন্যান্য প্রাণীরও ७थकाब्र पछाद मृष्टि कब्र गाग्न, उांशद्रा मणदक श्हेब ७कछ অবস্থান ও একত্র গমনাগমন করিতে ভাল বাসে, কিন্তু মনুষ্য যেরূপ সকল বিষয়ে পরস্পরসাপেক্ষ, অন্য কোন প্রাণী সেরূপ নহে । আমাদিগকে সকল বিষয়েই অন্যের উপর নির্ভর করিয়া চলিতে হয় । অল্প, বস্ত্র, বিদ্যা প্রভৃত্তি যাহা কিছু আমাদের আৰশ্যক, তাহাই অন্যের যত্নমাধ্য ও আন্সের সাহায্যসাপেক্ষ । এমন কি, যে দেশে বা যে জনপদে বাস করা যায়, তত্ৰত লোকে যে পরিমাণে কৰ্ম্মদক্ষ, জ্ঞানপন্ন ও ধৰ্ম্মশীল হর, সেই পরিমাণে আমাদের সুখ-সমৃদ্ধি বুদ্ধি হইতে থাকে । কৃষকের কৃষিবিদ্যায় সুশিক্ষিত হইয়৷ উত্তমরূপ শস্য, ফল মূলাদি উৎপাদন করিতে না পারিলে, আমৰ তাহা প্রাপ্ত হইতে পারি না। শিল্পকরের শিল্পকার্য্যে সুদক্ষ হইয়া সুখসম্ভোগের উপযোগী উত্তমোত্তম সামগ্ৰী প্রস্তুত করিতে না পারিলে, এবং নাবিক ও বণিকৃগণ স্ব স্ব ব্যৱসায়ে পারদর্শী হইয়। নানাদেশীয় দ্রব্যঞ্জাত আনয়ন করিতে পারগ না চইলে, আমরা সে সমস্ত সস্তোগ করিতে সমর্থ হই না । স্বদেশে উত্তমোত্তম বিদ্যালয় সংস্থাপিত ও উত্তমোত্তম গুস্থ প্রচলিত না থাকিলে উৎকৃষ্টরূপ বিদ্যাশিক্ষার সম্ভাবনা থাকে না। স্বদেশীয় সৰ্ব্ব,