পাতা:সাহিত্য সার .djvu/৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

సిడి সাহিত্যসার । সাধারণ লোকে নানাপ্রকার কুসংস্কারপাশে বদ্ধ থাকিলে, তাহf. দের সহবাসে থাকিয়া যথার্থ ধৰ্ম্ম প্রতিপালন করা দুরূহ হইয়া উঠে। যদি কোন জ্ঞানাপন্ন ধৰ্ম্মশীল ব্যক্তি অধাৰ্ম্মিক মূৰ্খ লোকের সহিত নিরস্তর একত্র বাস করেন, তাহ হইলে, কোন ক্রমেই সৰ্ব্বোতোভাবে সুখী হইতে পারেন না। তিনি আত্মসদৃশ সদ্বিদ্যাশালী, ধাৰ্ম্মিক লোকের প্রতিবাসী হইলে, যে প্রকার পরম সুখে কাল যাপন করিতে পারেন,অজ্ঞান অধাৰ্ম্মিক লোকপরিবেষ্টিত থাকিলে কোন মন্তেই সেরূপ সুখ সম্ভোগ করিতে সমর্থ হন না । অতএব, জনসমাজে অবস্থিতিপূর্বক অপর সাধারণের fবদ্যা, বুদ্ধি, কৰ্ম্ম প্রভৃতি সকল বিষয়ের উন্নতিসাধনার্থ চেষ্টা করা সব্বতোভাবে কৰ্ত্তব্য। ছতর জন্তুর ন্যায় কেবল আত্মোদরপরিপূরণ ও আত্ম-পরিবারের ভরণ পোষণ করিয়া ক্ষাস্ত থাক মকুষ্যেয় কৰ্ম্ম নহে। প্রতিদিবস আপন আপন নিত্য কৰ্ম্ম সমাপন করিয়া যৎকিঞ্চিৎ কাল ঘাহা অবশিষ্ট থাকে, তাহা স্বদেশের খ্ৰীবৃদ্ধিসাধনাথ ক্ষেপণ করা কর্তব্য। যাদ্ধাতে স্বদেশীয় লোকের জ্ঞান,ধৰ্ম্ম, মুখ ও স্বচ্ছন্দতা বৃদ্ধি হয়,কুরীতি সকল রহিত হইয়া স্বরীতি সমুদায় সংস্থাপিত হয়, এবং রাজ-নিয়ম ংশোধিত ও সত্য ধৰ্ম্ম প্রচারিত হয়,তদৰ্থে সচেষ্ট হওয়া উচিত । স্বীয় পরিবায়ুপ্রতিপালনের ন্যায় স্বদেশের শ্ৰীবৃদ্ধিসম্পাদনাৰ্থে যত্ন পরিশ্রম ও বুদ্ধিপরিচালন কয়াও যে মহুষোয় অবশ্য কৰ্ত্তব্য কৰ্ম্ম ইহা অনেকেই বিবেচনা করেন না। র্তাহারা ইতর প্রাণীর