পাতা:সীতারাম- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

छुउँौग्न थ७-अष्टभ °ब्रिएक्लल Seo ঘর পুড়িল। শ্ৰী ত চিরকালই মনোমোহিনী । যে ত্রী বৃক্ষবিটপে দাড়াইয়া আঁচল হেলাইয় রণজয় করিয়াছিল, রূপে এ শ্ৰী তাহার অপেক্ষা অনেক গুণে রূপসী । শরীরের স্বাস্থ্য এবং মনের বিশুদ্ধি হইতেই রূপের বৃদ্ধি জন্মে ;–শ্রীর শরীরের স্বাস্থ্য, এবং মনের বিশুদ্ধি শতগুণে বাড়িয়াছিল ; তাই রূপও শতগুণে বাড়িয়াছিল। সদ্যঃপ্রস্ফুটিত প্ৰাতঃপুষ্পের যেমন পূর্ণ স্বাস্থ্য—কোথাও অপুষ্ট নয়, কোথাও অঙ্গহীন নয়, কোথাও বিবর্ণ নয়, কোথাও বিশুদ্ধ নয়— সৰ্ব্বত্র মসৃণ, সম্পূর্ণ, শীতল, সুবর্ণ,—ঐর তেমনিই স্বাস্থ্য —শরীর সম্পূর্ণ, সেই জন্য ঐ প্রকৃতির মূৰ্ত্তিমতী শোভা । তার পর চিত্ত প্রশান্ত, ইন্দ্রিয়ক্ষোভশূন্ত, চিন্তাশূন্ত, বাসনাশূন্ত, ভক্তিময়, প্রীতিময়, দয়াময়,---কাজেই সেই সৌন্দর্য্যের বিকার নাই, কোথাও একটা দুঃখের রেখা নাই, একটু মাত্র ইন্দ্রিয়ভোগের ছায়া নাই, কোথাও চিন্তার চিহ্ন নাই, সৰ্ব্বত্র সুমধুর, সহাস্য, সুখময়—এ ভুবনেশ্বরী মূৰ্ত্তির কাছে সে সিংহবাহিনী মূৰ্ত্তি কোথায় দাড়ায়। তাহার পর সেই মনোমোহিনী কথা—নানা দেশের, নানা বিষয়ের, নানাবিধ অশ্রুতপুৰ্ব্ব কথা, কখনও কৌতুহলের উদ্দীপক, কখনও মনোরঞ্জন, কখনও জ্ঞানগর্ভ—এই দুই মোহ একত্রে মিশিলে কোন অসিদ্ধ ব্যক্তির রক্ষা আছে ? সীতারামের অনেক দিন ত আগুন জ্বলিয়াছিল, এখন ঘর পুড়িতে লাগিল। শ্ৰী হইতে সীতারামের সর্বনাশ হইল । - প্রথমে সীতারাম প্রত্যহ সায়াহ্নকালে চিত্তবিশ্রামে আসিতেন, প্রহরেক কথাবাৰ্ত্তা কহিয়া চলিয়া যাইতেন । তার পর ক্রমশঃ রাত্রি বেশী হইতে লাগিল। পৃথক আসন হউক, রাজা ক্ষুধা ও নিদ্রায় পীড়িত না হইলে সেখান হইতে ফিরিতেন না। ইহাতে কিছু কষ্ট বোধ হইতে লাগিল । সুতরাং সীতারাম, চিত্তবিশ্রামেই নিজের সায়াহ্ন আহার, এবং রাত্রিতে শয়নের ব্যবস্থা করিলেন। সে আহার বা শয়ন পৃথক গৃহে ; শ্রীর বাঘছালের নিকটে ৰ্ঘেষিতে পারিতেন না । ইহাতেও সাধ মিটিল না। প্রাতে রাজবাড়ী ফিরিয়া যাইতে দিন দিন বেলা হইতে লাগিল। শ্রীর সঙ্গে ক্ষণেক প্রাতেও কথাবাৰ্ত্ত না কহিয়া যাইতে পারিতেন না। যখন বড় বেলা হইতে লাগিল, তখন আবার মাধ্যাহিক আহারটাও চিত্তবিশ্রামেই হইতে লাগিল। রাজা আহারান্তে একটু নিদ্রা দিয়া, বৈকালে একবার রাজকাৰ্য্যের জন্ত রাজবাড়ী যাইতেন। তার পর কোন দিন যাইতেন, কোন দিন বা কথায় কথায় যাওয়া ঘটিয়া উঠিত না । শেষ এমন হইয়া উঠিল যে, যখন যাইতেন, তখনই একটু ঘুরিয়া ফিরিয়া চলিয়া আসিতেন, চিত্তবিশ্রাম ছাড়িয়া তিষ্ঠিতেন না। চিত্তবিশ্রামেই রাজা বাস করিতে লাগিলেন, কখন কখন রাজভবনে বেড়াইতে যাইতেন ।