পাতা:সীতারাম- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ులు সীতারাম করিল। সেই জয়ধ্বনি ক্রমে ক্রমে প্রাঙ্গণের এক ভাগ হইতে অপর ভাগে, এক প্রান্ত হইতে অন্ত প্রান্তে গিরিশ্ৰেণীস্থিত বজ্রনাদের মত প্রক্ষিপ্ত ও প্রবাহিত হইতে লাগিল। শেষ সেই সমবেত লোকসমারোহ এককণ্ঠ হইয়া তুমুল জয়শব্দ করিল। পুরী কম্পিত হইল। চণ্ডালের হস্ত হইতে বেত্র খসিয়া পড়িল ৷ জয়ন্তী মনে মনে ডাকিতে লাগিল, “জয় জগদীশ্বর ! তোমারই জয় ! তুমি আপনি এই লোকারণ্য, আপনিই এই লোকের কণ্ঠে থাকিয়া, আপনার জয়বাদ আপনিই দিতেছ। জয় জগন্নাথ ! তোমারই জয় ! আমি কে ?” o ক্রুদ্ধ রাজা তখন অগ্নিমূৰ্ত্তি হইয়া মেঘগম্ভীরস্বরে চণ্ডালকে আজ্ঞা করিলেন, “কাপড় কাড়িয়া নিয়া বেত লাগ৷ ” - এই সময়ে চন্দ্রচূড় তর্কালঙ্কার সহসা রাজসমীপে আসিয়া রাজার দুইটি হাত ধরিলেন। বলিলেন, “মহারাজ ! রক্ষা কর! আমি আর কখনও ভিক্ষা চাহিব না, এইবার আমায় এই ভিক্ষা দাও—ইহাকে ছাড়িয়া দাও।” রাজা । ( ব্যঙ্গের সহিত ) কেন—দেবতার এমন সাধ্য নাই যে, আপনি ছাড়াইয়া যায় ! বেট জুয়াচোরের উচিত শাসন হইতেছে। চন্দ্র । দেবতা না হইল—স্ত্রীলোক বটে। রাজা। স্ত্রীলোকেরও রাজা দণ্ড করিতে পারেন। চন্দ্র। এই জয়ধ্বনি শুনিতেছেন ? এই জয়ধ্বনিতে আপনার রাজার নাম ডুবিয়া যাইতেছে। o রাজা। ঠাকুর! আপনার কাজে যাও । পুথি পাজি নাই কি ? চন্দ্রচূড় চলিয়া গেলেন। তখন চণ্ডাল পুনরপি রাজাজ্ঞা পাইয়া আবার বেত উঠাইয় লইল—বেত উচু করিল—জয়ন্তীর মুখপ্রতি চাহিয়া দেখিল ; বেত নামাইয়া—রাজার পানে চাহিল—আবার জয়ন্তীর পানে চাহিল—শেষ বেত, আছাড়িয়া ফেলিয়া দিয়া দাড়াইয়া রহিল। “কি ” বলিয়া রাজা বজ্রের হ্যায় শব্দ করিলেন । চণ্ডাল বলিল, “মহারাজ ! আমা হইতে হইবে না।” রাজা বলিলেন, “তোমাকে শূলে যাইতে হইবে।” চণ্ডাল যোড়হাত করিয়া বলিল, “মহারাজের হুকুমে তা পারিব। এ পারিব না।” তখন রাজা অনুচরবর্গকে আদেশ করিলেন, “চণ্ডালকে ধরিয়া লইয়া গিয়া কয়েদ কর ।”