পাতা:সীতারাম- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় খণ্ড—চতুৰ্বিবংশতিতম পরিচ্ছেদ ১৫১ বলাবলি করিল—“তোপ জিতিয়া লইয়াছি।” দেখিয়া শুনিয়া, গোলন্দাজ হাতের পলিতা ফেলিয়া দিয়া, বিনীতভাবে তোপ হইতে তফাতে দাড়াইল। সেই অবসরে সীতারাম লাফ দিয়া আসিয়া তাহাকে কাটিয়া ফেলিবার জন্য তরবারি উঠাইলেন। জয়ন্তী অমনি চীৎকার করিল, “কি কর । কি কর । মহারাজ রক্ষা কর ” “শক্রকে আবার রক্ষা কি ?” বলিয়া সীতারাম সেই উত্থিত তরবারির আঘাতে গোলন্দাজের মাথা কাটিয়া ফেলিয়া তোপ দখল করিয়া লইলেন। দখুল করিয়াই, ক্ষিপ্ৰহস্ত, অদ্বিতীয় শিক্ষায় শিক্ষিত সীতারাম, “সেই তোপ ফিরাইয়া আপনার সূচীৰূহের জন্য পথ সাফ করিতে লাগিলেন। সীতারামের হাতে তোপ প্রলয়কালের মেঘের মত বিরামশুন্য গভীর গর্জন আরম্ভ করিল। তদ্বর্ধিত অনন্ত লৌহপিণ্ডশ্রেণীর অঘাতে মুসলমান সেনা ছিন্ন বিচ্ছিন্ন হইয়া সম্মুখ ছাড়িয়া চারি দিকে পলাইতে লাগিল। সূচীৰূহের পথ সাফ! তখন সীতারাম অনায়াসে নিজ মহিষী ও পুত্র কন্যা ও হতাবশিষ্ট সিপাহীগণ লইয়া মুসলমানকটক কাটিয়া বৈরিশূন্ত স্থানে উত্তীর্ণ হইলেন। মুসলমানের দুর্গ লুঠিতে লাগিল। এইরূপে সীতারামের রাজ্যধ্বংস হইল। চতুৰ্ব্বিংশতিতম পরিচ্ছেদ শ্ৰী সন্ধ্যার পর জয়ন্তীকে নিভৃতে পাইয়া জিজ্ঞাসা করিল, “জয়ন্তী! সেই গোলন্দাজ কে ?” জয়ন্তী। যাহাকে মহারাজ কাটিয়া ফেলিয়াছেন ? শ্ৰী। হা । তুমি মহারাজকে কাটিতে নিষেধ করিয়াছিলে কেন ? জয়ন্তী। সন্ন্যাসিনীর জানিয়া কি হইবে ? শ্ৰী। না হয় একটু চোখের জল পড়িবে। তাহাতে সন্ন্যাসধৰ্ম্ম ভ্ৰষ্ট হয় না। জয়ন্তী। চোখের জলই বা কেন পড়িবে ? স্ত্রী। জীবস্তে আমি চিনিতে পারি নাই। কিন্তু তোমার নিষেধবাক্য শুনিয়া আমি মর মুখখানা একটু নিরীক্ষণ করিয়া দেখিয়াছিলাম। আমার একটা সন্দেহ হইতেছে। সে ব্যক্তি যেই হউক, আমিই তার মৃত্যুর কারণ। আমি তোপের মুখে বুক না দিলে সে অবশু তোপ দাগিত। তাহা হইলে মহারাজা নিশ্চিত বিনষ্ট হইতেন, গোলন্দাজকে তখন আর কে মারিত ?