পাতা:সীতারাম- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

.IGé חשמלןז• সে কিছু দূর গেলে সীতারাম চন্দ্রচূড়কে বলিলেন, “আপনি ওঁর পিছু পিছু যান। ওঁর যাহাতে রক্ষা হয়, সে ব্যবস্থা করিবেন। আপনাকে বেশী বলিতে হইবে না ।" চন্দ্র। আর তুমি এখন কি করিবে ? সীতা । তাহ স্থির করি নাই। আপনি খামপুরে গমন করুন। যদি জীবিত থাকি, সেইখানে আপনার সঙ্গে সাক্ষাং হইবে। শুনিয়া চন্দ্রচূড়, বিষ্ণমনে বিদায় গ্রহণ করিয়া, স্ত্রর পশ্চাদ্বত্তী হইলেন । গুরু শিয়া, পরস্পরকে ভাল চিনিতেন। সুতরাং চন্দ্রচূড় কোন কথা কহিতে পারিলেন না। সকলেই চলিয়া গেল। মাঠে আর কেহ নাই। কেবল এক সীতারাম—সেই বৃক্ষমূলে, যে ডালের উপর চণ্ডীমূৰ্ত্তি শ্ৰী দাড়াইয় রণজয় করিয়াছিল, সেই ভাল ধরিয়া ভূতলে দাড়াইয়া সীতারাম একা । আমাদের সকলেরই কখনও কখনও এমন সময় উপস্থিত হয়, যখন এক মুহুর্তের দ্বারা সমস্ত জীবন শাসিত হয়। সীতারামের তাই হইল। ভাবিতেছিলেন, এ কাণ্ড কি ? কেন হইল ? কে করিল ? ভাল হইয়াছে কি ? ইহার কারণ কি ? উপায় কি ? কিসের লক্ষণ ? যে দিকে সীতারাম মনশ্চক্ষু ফিরান, সেই দিকে দেখিতে পান, মুসলমালের অভ্যাচার ! স্বরাহুর মনে পড়িল । বৃত্র, সম্বর, ত্রিপুর, স্বন্দ, উপমন্দ, বলি, প্ৰহলাদ, বিরোচন—কে মারিল ? কেন মরিল ? কেনই বা হইল ? কেনই মরিল ? - তাহার পর রাক্ষস—মাহষ, ইহাদের কথা মনে পড়িল। রাবণ, কুম্ভকৰ্ণ, ইন্দ্রজিং, অলপ্পুষ, হিড়িম্ব, বক, ঘটোৎকচ, দস্তবক্র, শিশুপাল, একলব্য, দুৰ্য্যোধন, কংস, জরাসন্ধ, কে মারিল ? কেন মরিল ? নহুস কেন অজগর হইল ? শেষ মনে মনে স্থির হইল, সেই দুৰ্দ্দমনীয় মানসিক স্রোতের প্রক্ষিপ্ত সার এই পাইলেন-দেব । দেব—অর্থে ধৰ্ম্ম । তখন একটা প্রকাণ্ড কাণ্ড সীতারামের মনের ভিতর উপস্থিত হইল। যেমন আলোক দেখিতে দেখিতে চোখ বুজিলে, তবু অন্ধকারের ভিতর একটু রাঙ্গা রাঙ্গা ছায়া দেখা যায়, প্রথমে মনে হয়, ভ্রম মাত্র, তার পর বুঝা যায় যে, ভ্রম নয়, সত্য আলোকের ছায়া—সীতারাম সেই রকম একটু রাঙ্গ ছায় দেখিলেন মাত্র। তার পর, যেমন, বনস্থ ভূপতিত পত্ররাশি মধ্যে প্রথম যেন একটু খন্তোতোম্মেষবং অগ্নি দেখা যায়, বড় ক্ষীণ বটে, কিন্তু তবু আলো, তেমনি আলো বলিয়া, সীতারামের বোধ হইল। হায়! হৃদয়ের ভিতর আলো কি মধুর ! কি স্বর্গ অথবা স্বর্গ ইহার কাছে কোন ছার ! যে একবার, আপনার হৃদয়ে আলো দেখিয়াছে, সে আর ভুলে না ! জগতের সার স্বখ প্রতিভা। প্রতিভাই ঈশ্বরকে দেখায়। জোনাকির মত তেমনি একটা আলোক, সীতারাম, আপনার হৃদয়মধ্যে দেখিলেন। যেমন বনতলস্থ শুষ্ক পত্ররাশি মধ্যে সেই খন্তোতবং ক্ষুদ্র স্ফুলিঙ্গ, ক্রমে একটু একটু করিয়া বাড়ে, ক্রমে একটু একটু করিয়া জলে, সীতারামও আপনার হৃদয়ে তাই দেখিলেন। দেখিলেন, ক্রমে অনেক শুষ্ক পত্র ধরিয়া গেল, ক্রমে সেই অন্ধকার বন আলো হইতে লাগিল। ক্রমে সে স্যামল পল্লবরাশি শুামলতা হারাইয়া