পাতা:সীতারাম- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

o Σὸ•. সীতারাম o: જે গংক্তি ২৮, এই পংক্তির শেষে ছিল— তাই দরবারে আরও অনিচ্ছুক ছিলেন। তবে রাজা রাজপুরুষেরা সকল কথা ভাঙ্গিয় বলেন না—এই জন্ত তিনি নন্দাকে কেবল আব্রু পরার কথা বলিয়া ভুলাইয়াছিলেন। পৃ. ৮৭, পংক্তি ১০, “শ্বেতমশ্মরনিৰ্ম্মিত” কথাটি ছিল না। পৃ. ৯১, পংক্তি ১০, “কিছুই ছাড়িল না” কথা কয়টির পর ছিল— —আড়াইট বিবাহের ব্যঙ্গটাও ছাড়িল না। শুনিয়া বাহিরের দর্শকমণ্ডলী মধ্যে অস্ফুট স্বরে কেহ কেহ বলিল, “আয়ি, আমি রাজি ।” কেহ বা বলিল, “মাসী, আমার খুড়ে রাজি ।” - পৃ. ১৪, পংক্তি ১৪, “খণ্ড খণ্ড করিয়া" কথা কয়টির স্থলে “মারিয়া” ছিল। পৃ. ৯৫, পংক্তি ১২, “মন্ত্রপূত কথাটি ছিল না। পৃ. ৯৬, পংক্তি ৭, এই পংক্তির শেষে ছিল— 7 : অনেকেই মুরলাকে জিজ্ঞাসা করিল, “আয়ি, আড়াইটার উপর সাড়ে তিনটা হয় না?” মুরলারও লজ্জা নাই—সে উত্তর দিল, “হয়—তোর বাবাকে ডেকে আনগে যা—” পৃ. ৯৭, পংক্তি ১১, “একটা” কথাটির স্থলে “প্রধান” ছিল। পংক্তি ১৩, “এত লোক..কুরাইল না।” এই অংশের পরিবর্তে ছিল— অসংখ্য দীন, বিপন্ন, এবং লোভী লোক আসিয়া দুর্গ পরিপূর্ণ করিল—তাহাদিগের জয় জয় শব্দে উচ্চ প্রাসাদ সকল চারিদিক হইতে প্রতিধ্বনিত হইতে লাগিল। রাজপুরুষেরা একে একে ভিক্ষুকদিগকে সীতারামের সিংহাসন সন্নিধানে আনিল, তিনি তাহাদিগকে উপযুক্ত দান করিতে বা করাইতে লাগিলেন— তখন রাজপুরুষেরা দ্বারাস্তর দিয়া তাহাদিগকে বিদায় করিয়া দিল। যে টাকা চাহিল, সে টাকা পাইল, যে সোণ চাহিল, সে সোণা পাইল, যে তৈজস চাহিল, সে তৈজস পাইল, যে বনাত চাহিল, সে রনাত পাইল, যে শাল চাহিল, সে শাল পাইল, যে ভূমি চাহিল, সে ভূমি পাইল । - পৃ. ৯৮, পংক্তি ২৪-২৫, “আমি যাহা খুজি,..আমাকে দিন” এই কথাগুলির পরিবর্তে ‘ ছিল— . আমার জীবন একদিন আমায় দান করিবেন। যে অমূল্য সামগ্ৰী আমাকে দিবেন বলিয়াছিলেন & পৃ. ৯৮, পংক্তি ২৭-২৮, এই দুই পংক্তি ছিল না। ". ৯৯, পংক্তি ১-৪, এই চারি পংক্তি ছিল না। পংক্তি ৬-৭, “কাণা কড়ির বিনিময়ে রত্নাকর " এই কথা কয়টির পরিবর্তে श्लिকাণা কড়ি লইয়া কি রত্নাকর বেচিব ?