পাতা:সীতারাম- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ح حساسهمسيa প্রথম খণ্ড—ত্রয়োদশ পরিচ্ছেদ . రీనీ সন্ন্যা। ললিতাগরিতে হস্তিগুম্ফায় এক যোগী বাস করেন। আমি তাহার কথা বলিতেছি। শ্ৰী। ললিতগিরি কোথায় ? সন্ন্যা। আমরা চেষ্টা করিলে আজ সন্ধ্যার পর পৌছিতে পারি। শ্রী। তবে চল । তখন দুই জনে দ্রুতগতি চলিতে লাগিল। জ্যোতিবিদ দেখিলে বলিত, আজ বৃহস্পতি শুক্র উভয় গ্রহ যুক্ত হইয়া শীঘ্ৰগামী হইয়াছে। * ত্রয়োদশ পরিচ্ছেদ এক পারে উদয়গিরি, অপর পারে ললিতগিরি, মধ্যে স্বচ্ছসলিলা কল্লোলিনী বিরূপ। নদী, নীলবারিরাশি লইয়া সমুদ্রাভিমুখে চলিয়াছে। + গিরিশিখরদ্বয়ে আরোহণ করিলে নিয়ে সহস্ৰ সহস্র তালবৃক্ষ শোভিত, ধান্ত বা হরিৎক্ষেত্রে চিত্রিত, পৃথ্বী অতিশয় মনোমোহিনী দেখা যায়—শিশু যেমন মার কোলে উঠিলে মাকে সৰ্ব্বাঙ্গসুন্দরী দেখে, মনুষ পৰ্ব্বতারোহণ করিয়া পৃথিবী দর্শন করিলে সেইরূপ দেখে। উদয়গিরি (বর্তমান অল্তিগিরি) বৃক্ষরাজিতে পরিপূর্ণ, কিন্তু ললিতগিরি (বর্তমান নালতিগিরি ) বৃক্ষশূন্ত প্রস্তরময়। এককালে ইহার শিখর ও সামুদেশ অট্টালিকা, স্তৃপ, এবং বৌদ্ধ মন্দিরাদিতে শোভিত ছিল। এখন শোভার মধ্যে শিখর-দেশে চন্দনবৃক্ষ, আর মৃত্তিকাপ্রোথিত ভগ্নগৃহাবশিষ্ট প্রস্তর, ইষ্টক বা মনোমুগ্ধকর প্রস্তরগঠিত মূৰ্ত্তিরাশি। তাহার দুই চারিটা কলিকাতার বড় বড় ইমারতের ভিতর থাকিলে কলিকাতার শোভ হইত। হায়! এখন কি না হিন্দুকে ইণ্ডষ্ট্রিয়ল স্কুলে পুতুল গড়া শিখিতে হয়। কুমারসম্ভব ছাড়িয়া সুইনবৰ্ণ, পড়ি, গীতা ছাড়িয়া মিল পড়ি, আর উড়িষ্যার প্রস্তর-শিল্প ছাড়িয়া, সাহেবদের চীনের পুতুল হা করিয়া দেখি। আরও কি কপালে আছে বলিতে পারি না ।

  • হিন্দু জ্যোতিষশাস্ত্রে Accelerated Motionকে শীঘ্ৰগতি বলে । দুইটি গ্রহকে পৃথিবী হইতে যখন এক রাশিস্থিত দেখা যায়, তখন তাহাদিগকে যুক্ত বলা যায়।

+ এখন বিরূপ অতিশয় বিরূপ। এখন তাহাকে বাধিয়া ফেলিয়াছে। ইংরেজের প্রতাপে বৈতরণী স্বয়ং বাধা—বিরূপাই বা কে—আর কেই বা কে ? -సీ * ـ هے = wr .