পাতা:সীতারাম- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় খণ্ড-দ্বিতীয় পরিচ্ছেদ 8s ভাবিতে ভাবিতে অকস্মাৎ রমার মাথায় যেন বজ্রাঘাত হইল। একটা ভয়ানক কথা মনে পড়িল, মুসলমানে ছেলেই কি রাখিবে ? সৰ্ব্বনাশ! রমা এতক্ষণ কি ভাবিতেছিল ? মুসলমানের ডাকাত, চুয়াড়, গোরু খায়, শক্র—তাহারা ছেলেই কি রাখিবে ? সৰ্ব্বনাশের কথা ! কেন সীতারাম দিল্লী গেলেন । রম এ কথা কাকে জিজ্ঞাসা করে ? কিন্তু মনের মধ্যে এ সন্দেহ লইয়াও ত শরীর বহা যায় না। রমা আর ভাবিতে চিস্তিতে পারিল না। অগত্যা নন্দার কাছে জিজ্ঞাসা করিতে গেল । গিয়া বলিল, “দিদি, আমার বড় ভয় করিতেছে—রাজ এখন কেন দিল্লী গেলেন ?” নন্দ বলিল, “রাজার কাজ রাজাই বুঝেন—আমরা কি বুঝিব বহিন ? রম। তা এখন যদি মুসলমান আসে, তা কে পুরী রক্ষা করিবে ? নন্দা। বিধাতা করিবেন। তিনি না রাখিলে কে রাখিবে ? রম। তা মুসলমান কি সকলকেই মারিয়া ফেলে ? নন্দা। যে শত্ৰু, সে কি আর দয়া করে ? রমা। তা, না হয়, আমাদেরই মারিয়া ফেলিবে—ছেলেপিলের উপর দয়া করিবে না কি ? নন্দ । ও সকল কথা কেন মুখে আন, দিদি ? বিধাতা যা কপালে লিখেছেন, তা অবস্য ঘটিবে। কপালে মঙ্গল লিখিয়া থাকেন, মঙ্গলই হইবে। আমরা ত তার পায়ে কোন অপরাধ করি নাই—আমাদের কেন মন্দ হইবে ? কেন তুমি ভাবিয়া সারা হও! আয়, পাশা খেলিবি ? তোর নথের নূতন নোলক জিতিয়া নিই আয়। এই বলিয়া নন্দ, রমাকে অন্তমনা করিবার জন্য পাশা পাড়িল। রমা অগত্য এক বাজি খেলিল, কিন্তু খেলায় তার মন গেল না। নন্দ ইচ্ছাপূর্বক বাজি হারিল—রমার নাকের নোলক বাচিয়া গেল। কিন্তু রম আর খেলিল না—এক বাজি উঠিলেই রমাও উঠিয়া গেল। রমা, নন্দার কাছে আপন জিজ্ঞাস্ত কথার উত্তর পায় নাই—তাই সে খেলিতে পারে নাই। কতক্ষণে সে আর এক জনকে সে কথা জিজ্ঞাসা করিবে, সেই ভাবনাই ভাবিতেছিল। রম আপনার মহলে ফিরিয়া আসিয়াই আপনার এক জন বর্ষীয়সী ধাত্রীকে জিজ্ঞাসা করিল, “হা গা—মুসলমানেরা কি ছেলে মারে?” বর্ষীয়সী বলিল, “তার কাকে না মারে ? তারা গোরু খায়, নেমাজ করে, তারা ছেলে মারে না ত কি ?”