পাতা:সুকান্ত সমগ্র.djvu/১৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

চলিয়াছে দুরাশার স্রোত,
বুকে তার বহু ভগ্ন পোত।
বিফল জীবন যাহাদের,
তারাই টানিছে তার জের;
অবিশ্রান্ত পৃথিবীর পথে,
জলে স্থলে আকাশে পর্বতে
একদিন পথে যেতে যেতে
উষ্ণ বক্ষ উঠেছিল মেতে
যাহাদের, তারাই সংঘাতে
মৃত্যুমুখী, ব্যর্থ রক্তপাতে॥


সুতরাং

এত দিন ছিল বাধা সড়ক,
ভজ চোখে দেখি শুধু নরক!
এত আঘাত কি সইবে,
যদি না বাচি দৈবে?
চারি পাশে লেগে গেছে মড়ক।

বহুদিনকার উপার্জন,
আজ দিতে হবে বিসর্জন!
নিম্ফল যদি পন্থা;
সুতরাং ছেড়া কন্থা,
মনে হয় শ্রেয় বর্জন॥

১৪৯