পাতা:সুকান্ত সমগ্র.djvu/২০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

কাটে জানি জানি অনুক্ষণ
অতি অপরূপ মোহে॥

ফুল ঝরে আর যৌবন চলে যায়,
বার বার তারা ‘ভালবাসো’ বলে যায়।
তারপর কাটে বিরহে,
শূন্য শাখায় কী রহে
সে কথা শুধায় কোন মন?
‘তুমি বৃথা’ যায় কহে॥

১৯৪