পাতা:সুকান্ত সমগ্র.djvu/২২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।



সংকলিতা

তোমরা দেখাও শুধু শক্তি,
তাইতে, করে না কেউ ভক্তি;
করো না প্রজার কোনো কল্যাণ
তোমলঅন্ধ আর অজ্ঞান।

কোতোয়াল

চল তবে মুখপুড়া, বেড়েছিস বড় বাড়—
কপালে আছে রে তোর নির্ঘাত কারাগার

(সংকলিতাকে পাকড়াও করে গমনোদ্যত, এমন সময় জনৈক
পথিকের প্রবেশ

পথিক

শুনেছ হে কোতোয়াল—
নগরে শুন'ছ যেন গোলমাল?


উদয়, ইন্দ্র ও সত্য (একসঙ্গে)
ছাড়, ছাড়, ছড়ি ওকে—ছেড়ে দাও।

কোতোয়াল

ওরে রে ছেলের দল, চোপরাও!

সংকলিতা

কখনো কি তোমরা ন্যায়ের ধারটি ধারো?
বন্দী যদি করো আমায় করতে পারো;

২২২