পাতা:সুকান্ত সমগ্র.djvu/২৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

কোতোয়াল
আমার শাসন ছায়ায় হয়ে পুষ্ট
রাঘব বোয়ল বলিস আমায় দুষ্ট

ইন্দ্রসেন

বলা উচিত সহস্রবার যেমন তুমি নির্দয়
নির্দোষ কে পীড়ন করায় যেমন তোমার নেই ভয়

কোতোয়াল

বার বার করেছি তে সাবধান,
এইবার যাবে তোর গর্দান।

সংকলিতা

চুপ করে থাক ভাই, কথায় নেইকো ফল,
আমার জন্যে কেন ডা ছ অমঙ্গল?
রাজা ধনাগার যদি দেন প্রজাদের হাতে
ওর যে সমুহ ক্ষতি, ভেবে ও ক্ষুব্ধ তাতে।

কোতোয়াল

ওরে ওরে রাক্ষুসী, ওরে ওরে ডাইনী,
তোর কথা আমি যেন শুনতেই পাই নি,
তোর যে ঘনাল দিন, সাহস ভয়ংকর,
দুঃসাহসের কথা বলতে নেইকো ডর?

২৩১