পাতা:সুকান্ত সমগ্র.djvu/৩৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

 জয় বলে: আর আমরা? তোমার ছোট্ট দুষ্টু ছেলেরা?

 বাংলা হাসল, “তোমরাও পাড়ায় পাড়ায় তোমাদের ছোট্ট হাত দিয়ে আমায় খাওয়াবার চেষ্টা করছ।

 জয় আনন্দে বাংলার বুকে মুখ লুকোয়।

 হঠাৎ আকাশ-কাপা ভীষণ আওয়াজ শোনা গেল। বাংলার কণ্ঠস্বরে কেমন যেন ভয় ফুটে উঠল।

 '—ঐ, ঐ তারা আসছে••••সাবধান! শত্রুকে ক্ষমা করো না••তা হলে আমি বাঁচব না।' জয় তার ছোট্ট দু’হাত দিয়ে বাংলাকে জড়িয়ে ধরল। কী যেন বলতে, গেল সে, হঠাৎ শুনতে পেল তার দিদি তিস্তা তাকে ডাকছে:

 —ওরে জয়, ওঠ, ওঠ চারটে বেজে গেছে। তোর কিশোরবাহিনীর বন্ধুরা, তোর জন্যে বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছে।

 জয় চোখ মেলে দেখে ‘বাংলা কিশোর আন্দোলন’ বইটা তখনো সে শক্ত করে ধরে আছে।

৩৭৯