পাতা:সুকুমার রায় রচনাবলী-দ্বিতীয় খণ্ড.djvu/২৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কয়লা বা গ্যাসের চুল্লির উপর পাথুরে মাটির বাসনের মধ্যে অল্প আঁচে একটু একটু করে কাচের মসলা জ্বাল দিতে হয়। দশ-বারো ঘণ্টা স্লাম দেবার পর, চুল্পির আঁচ বাড়িয়ে দিয়ে খুব কড়া আঁচের তাপে প্রায় চব্বিণ ঘণ্টা রাখতে হয়। তার পর ‘asbestos’ বা রেশমী পাথরের পোশাক-পর। মঞ্জুররা পাথরের ডাণ্ডা দিয়ে সেই তরল গরম কঁাচটাকে ঘণ্টার পর ঘণ্টা ক্রমাগত ঘুটতে থাকে। একে আগুনের মতো গরম, তার উপর এই ভীষণ পরিশ্রম—এক মিনিট থামার জো নেই। মজুরের পর মজুর আসে, তারা ঘেমে হাঁপিয়ে হয়রান হয়ে পড়ে, তাদের ঘাড়ে পিঠে ব্যথা হয়ে যায়, আবার তাদের জায়গায় নতুন মজুর আসে। ক্রমে চুরি আগুনও আস্তে আস্তে কমে আসতে থাকে—কঁাচটাও অল্পে অঙ্গে ঠাণ্ডা হয়ে জমে আসতে থাকে। এই সময়ে খুব সাবধান হওয়া দরকার। তাড়াতাড়ি জুড়িয়ে গেলে সবটা না ঠিক সমানভাবে জমতে পারে না--এলোমেলোভাবে জমাট বেধে কাচের মধ্যে নানারকম তান' ধরে যায়। সে দোষ চোখে দেখা না গেলেও কাজের সময় যারা পড়ে। সাধারণ করে জিনিসও তৈরি করার সময়ে তাড়াতাড়ি ঠাণ্ডা করে ফেললে ঠুনকো হয়ে যায়, নাড়ত-5াড়তে সহজেই ভেঙে যায়। তাই, কঁাচ যখন জমে আসতে থাকে তখনই চুল্লি: চারদিকে ইটের দেওয়ান দিয়ে সব বুজিয়ে দিতে হয় । তার মধ্যে চুল্লির আগুন আস্তে আস্তে নিতে যায়। কঁাচটাও পাঁচদিন-দশদিন বা পনেরোদিন ধরে অল্পে অল্পে জমাট বেধে ঠাণ্ডা হয়ে আসে। তার পর দেওয়াল ভেঙে পাথুরে বাসন ভেঙে ভিতরকার কঁাচ বার করে আনে। সে কঁাচ যদি অন্ত থাকে তা হলে কঁাচওয়ালার খুব ভাগ্য ... । প্রায়ই তোগুলো আট-দশ টুকরাে হয়ে তাঙা অবস্থায় বেরােয় তার মধ্যে ":লাে ভালো টুকরোগুলো বেছে নিতে হয়। ... - দুরবীনের জন্য দু হাত-তিন হাত বা তার চাইতেও চওড়া নিখুঁত কাচের *...*. ন..? হয়। বম কঁাচ বরবার মতাে কারিকর পৃথিবীতে খুব কমই আছে। ' ::... . ' ' Tীন প্রায় সস্তগুলিরই কঁাচ ঢালাই হয় ফ্রান্সের একটিমাত্র কারখানায়। 1 :: :: :: :২! :' সপ্তাহ আস্তে আস্তে চুরি জুড়িয়ে, না: চিন :: : : : : :... - । কা হয়। তবু প্রায়ই দেখা যায় 'চ ফেটে : ২ • • •"':; :: :: : : : : :য়ে !র বার ভেঙে যায়। ২২:৪। শি-বি: "{{* .. .. এ. a কি = বেরোয়। এইজন্যেই সে বঁচের এই • : : : : : '... ' .; ২:.:.' 7:- বিশ হাজার বা সাধ-দুই টাকা দাম লে। ২.গ ! ৩:- •• -* : " নের জন্য সাড়ে সঁচ হাত চওড়া একখানি কাচের দর ; ৩. j; ; ২ : :: '? তারা তা প্রস্তুত। তাজ তেরাে বছর ধরে সেই ' !! ' . ••• :: . ,, -কিন্তু এই এতদিন পরে সবে সেদিন মাত্র শো' গেল যে, . . . . .:. } "" 7.। কাচংনির ওজন হবে একশো কুক্তি •ণ ! • • ? :: :::: : সন্দেশ-ভাদ্র, ১৩২৬ ২৫ সুকুমার সমগ্র রচনাবলী : ৪