পাতা:সুকুমার রায় রচনাবলী-দ্বিতীয় খণ্ড.djvu/৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

তেজীয়ান



চলে খচ্‌খচ্‌, রাগে গজ‌্গজ, জুতা মচ্‌মচ্‌ তানে,
ভুরু কট‌্মট্, ছড়ি ফট্‌ফট্‌, লাথি চট্‌পট্‌ হানে ।

দেখে বাঘরাগ, লোকে ‘ভাগভাগ’ করে আগভাগ থেকে,
ভয়ে লাফঝাঁপ, বলে ‘বাপ্ বাপ্’ সবে হাবভাব দেখে ।

লাথি চার চার খেয়ে মার্জার ছোটে যার যার ঘরে,
মহা উৎপাত করে হুট‌্পাট্, চলে ফুটপাথ পরে ।

ঝাড় বর্দার হারুসর্দার ফেরে ঘরদ্বার ঝেড়ে,
তারই বালতি এ, দেখে ফাল দিয়ে আসে পালটিয়ে তেড়ে ।

রেগে লালমুখে, হেঁকে গাল রুখে মারে তাল ঠুকে দাপে,
মারে ঠন‌্ঠন্, হাড়ে টন‌্টন্, মাথা ঝন‌্ঝন্ কাঁপে !

পায়ে কালসিটে ! কেন বালতিতে মেরে চাল দিতে গেলে ?

বুঝি ঠ্যাং যায়, খোঁড়া ল্যাংচায় দেখে ভ্যাংচায় ছেলে ।
সন্দেশ—কাতিক, ১৩২৫
কবিতাগুচ্ছ
৩৫